ইসলামের পাঁচটি স্তম্ভ। কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। মুসলমানদের জন্য অনন্য উপহার হচ্ছে রমজানুল মোবারক। পুরো রমজান মাস সিয়াম পালন করা ফরজ। পবিত্র মাসটি শুরু হতে বেশি দিন বাকি নেই।
- তার আগে রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মর্যাদাপূর্ণ মাসটি পেতে একটি দোয়া বেশি বেশি পড়া জরুরি। তা হলো-
– اَللَّهُمَّ بَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা বাল্লিগনা রামাদান’
অর্থ: ‘হে আল্লাহ! আমাদের জন্য রমজান কবুল করুন।’
অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াত দিন। রমজানের রহমত, বরকত, মাগফেরাত ও নাজাত পেতে আমাদের রমজানে পৌঁছে দিন।
- ছোট্ট দোয়াটির পাশাপাশি আরেকটি দোয়াও বেশি বেশি পড়া যেতে পারে। তা হলো-
– اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রামাদান।’
অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমাদের জন্য শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মাস রমজান দান করুন। সুস্থতার সঙ্গে রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন।
এ বিভাগের আরও খবর...