নগর সংবাদ।।যশোরে জমি নিয়ে বিরোধের জেরে শাবলের আঘাতে আব্দুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১০ এপ্রিল) বিকেলে যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান ওই গ্রামের দেলোয়ার দফাদারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রহমানের সঙ্গে চাচাতো ভাই দেলোয়ার দফাদারের ছেলে মফিজের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুর রহমানের বাড়ির ভেতর জমি নিয়ে বাগবিতন্ডা হয়। সেখানে মফিজের ছেলে ইসমাইল (২৬) একটি শাবল দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে নেওয়ার কিছু সময় পর আব্দুর রহমান মারা যান।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, অভিযুক্তদের আটকের চেষ্টা করছে পুলিশ।