নগর সংবাদ।।বাল্যবিয়ের আয়োজন করার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বর, কাজী ও ঘটকসহ পাঁচজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গ্রেফতারদের শনিবার (২৩ এপ্রিল) দুপুরে গলাচিপা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২২ এপ্রিল) রাতে ওই ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) সুলতানুর রহমানের কার্যালয়ে সজিব ফরাজীর সঙ্গে সদর ইউনিয়নের উত্তরীপাড়া গ্রামের এক কিশোরীর বাল্যবিয়ে দেওয়া সময় সেখানে অভিযান চালায় পুলিশ। সে সময় বাল্যবিয়ের কাজে জড়িত ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ানা জগলুল হাসান জানান, গ্রেফতার পাঁচজনের নামে বাল্যবিবাহ নিরোধ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।