নগর সংবাদ।।ময়মনসিংহে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মো. শহীদ মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৩০ এপ্রিল) বিকেলে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেফতার শহিদ মিয়া জেলার ফুলবাড়িয়া উপজেলার ছোনকান্দা এলাকার রুস্তম আলীর ছেলে।
এর আগে শুক্রবার দিনগত রাতে জেলার ফুলবাড়িয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, শহিদ ও এমএম হক নামে দুই প্রতারক গত ১০ এপ্রিল বিকেলে জেলার সদর উপজেলার সিয়াম নামে এক তরুণকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার বলে ১০ লাখ চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ওইদিন ভালুকা পৌর শহর এলাকায় আড়াই লাখ টাকা সিয়ামের কাছ থেকে নেন শহিদ ও এমএম হক। বাকি সাড়ে ৭ লাখ টাকা চাকরির নিয়োগপত্র পাওয়ার পর নেওয়া হবে বলে চুক্তিতে উল্লেখ্য করা হয়।
ওসি আরও বলেন, এরপর থেকে ওই দুই প্রতারক সিয়ামের সঙ্গে যোগাযোগ বন্ধ করে আড়াই লাখ টাকা আত্মসাৎ করেন। ২৯ এপ্রিল দিনগত রাতে ভালুকা থানায় মামলা করেন সিয়াম। ওই দিন রাতেই অভিযান চালিয়ে শহিদ মিয়াকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আরেক আসামি এমএম হককে গ্রেফতারে অভিযান চলছে।