””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি, কলকাতা ব্যুরো””
নৃত্যঙ্গন পরিচালিত ১৫ তম বাৎসরিক সংস্কৃতিক অনুষ্ঠান, সহযোগিতায় ছন্নছাড়া নাট্য গোষ্ঠী।
1এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নৃত্য গুরু সঞ্জিত দাস, শব্দে সুজিত, নাটক আশিস চক্রবর্তী, মেকআপ আর্টিস্ট দেবাশীষ বাবু , এছাড়া উপস্থিত ছিলেন, সহযোগী শোভন, সুনন্দা, সায়ন্তন ,সৌমজিৎ ,সঞ্চারী, শুভাঙ্গী ,সৌমিক।
১৬ ই জুন সোমবার, ১৫ ই জুন রবিবার, বিকেল সাড়ে চারটায়, কলকাতার মোহিত মিত্র মঞ্চে, নৃত্যঙ্গন একাডেমি ও ছন্নছাড়া নাট্যগোষ্ঠী পরিচালিত, এবং রুপা ভট্টাচার্য এবং সৌগত ভট্টাচার্য উদ্যোগে, ১৫ তম বর্ষের বার্ষিকী নৃত্য অনুষ্ঠান নাটক ও অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে, হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন নৃত্যাঙ্গন এর গার্জিয়ান এবং ভলেন্টিয়াররা ।
প্রতিবছরের ন্যায় এ বছরও, সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সহযোগিতায় এবং অতিথিদের উপস্থিতিতে, সুন্দরময় হয়ে উঠেছিল মোহিত মিত্র মঞ্চ, নাচে গানে ও নাটকের মধ্য দিয়ে আলোকিত হয়েছিল, হল ভর্তি নৃত্য প্রেমী, নাট্য প্রেমী ও সঙ্গীতপ্রেমী এবং দর্শকেরা অনুষ্ঠান দেখে মুগ্ধ, তাহারা বলেন তোমরা নতুন প্রজন্মকে আলোর দিসা দেখাচ্ছে, আগামী দিনে চলার পথ দেখাচ্ছে, সুন্দর সুন্দর নৃত্য নাটকের মধ্য দিয়ে আমাদের মন ভরিয়ে তুলেছে। আমরা খুশি।
আগামী দিনে আরো ভালো কিছু করুক নৃত্যগোষ্ঠী ও নাট্যগোষ্ঠী আমরা সেই কামনাই করি,
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি, কলকাতা ব্যুরো””