Neet UG 2024 এ ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং দুর্নীতি মুক্ত প্রবেশিকা পরীক্ষার দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
আজ উনিশে জুন বুধবার, বিকেল পাঁচটায়, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস দের উদ্যোগে রানুছায়া মঞ্চে, Neet UG ২০২৪ এ ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং দুর্নীতি মুক্ত প্রবেশিকা পরীক্ষার দাবীতে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করলেন। প্রতিবাদ সভায় সমবেত হয়েছিলেন, জয়ন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ডক্টরস ফর ডেমোক্রাসি, হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম,
সকলে একত্রিত হয়ে আজকের বিক্ষোভ সমাবেশ ও দুর্নীতি গুলি প্রকাশ করলেন। উপস্থিত ছিলেন স্বনামধন্য ডক্টরেরা। ব্যাপক হারে কারচুপি এবং টাকার বিনিময়ে কেনা, সময়ের আগে রেজাল্ট বের করা, এবং পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, আজকের প্রতিবাদ সভা থেকে বলেন, এই বৎসর Neet UG ২০২৪ পরীক্ষা হয় ৫ই মে মোট পরীক্ষার্থী ২৩.৩ লাখ, এবং এই পরীক্ষার ফল বেরোনোর কথা ১৪ই জুন কিন্তু হঠাৎ করে চৌঠা জুন অর্থাৎ ভোটের রেজাল্টের দিন বের করায় অনেকের মনে সন্দেহ দানাবাদে। ফলে বেশ কয়েকটি কারচুপি চোখের সামনে উঠে আসে।
পরীক্ষার ঠিক পরেই প্রশ্ন ফাঁসের অভিযোগে, বিহারে ১৩ জনকে গ্রেফতার করা হয়, পাটনা পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা তদন্তে, লক্ষ লক্ষ টাকার লেনদেনের ঘটনা সামনে আসে। গুজরাটের গোদরায় গনো টোকাটুকির ঘটনায় এক কোচিং সেন্টারের মালিক সহ একজন শিক্ষক ও অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, উড়িষ্যা ও মধ্যপ্রদেশ থেকেও বহু পরীক্ষাথী এই বিষয়ে কেন্দ্রেই পরীক্ষা দিতে যায়, ১২ কোটি টাকা লেনদেন হয়েছে বলে শোনা যায়, পরীক্ষার রেজাল্টের পর জানা যায়, ৬৭ জন পরীক্ষার্থী ৭২০ / ৭২০ পেয়েছে, যা অসম্ভব না হল বিরলতম তো বটেই, এদের মধ্যে বহু জন একটি নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী বলে জানান, আই সি এস তে ফিজিক্স, কেমিস্ট ও বায়োলজি তে অনু ত্তীর্ণ ছাত্র ,Neet UG ২০২৪-এ ৭২০ পেয়েছে।
এবং ১৫৬৩ জন পরীক্ষার্থী ৭১৭ থেকে ৭১৯ এর মধ্যে স্কোর করেছে, এটা কোনোভাবেই সম্ভব নয় , কারণ একটিমাত্র প্রশ্নের উত্তর ভুল করলে তার প্রাপ্য নম্বর হবে ৭২০ মাইনাস ৪ মাইনাস ওয়ান অর্থাৎ ৭১৫ , আবার মাত্র একটি প্রশ্নের উত্তর না করলে ও বাকি সবগুলো ঠিক করলে, তার প্রাপ্য নম্বর হবে ৭২০ মাইনাস ৪ সমান ৭১৬। অর্থাৎ ছাত্র ,৭১৭,৭১৮ ৭১৯ নম্বর কেউ পেতে পারেনা বলে জানান।। অজস্র অভিযোগ ও মামলার পরে এনটিএ জানান ,ওই চারটি রাজ্যের ,পাঞ্জাব হরিয়ানা রাজস্থান ছত্রিশগড়, ছটি কেন্দ্রের যদিও পরীক্ষার অববাহিত পরে রাজস্থানের একটিমাত্র কেন্দ্রের কথাই বলা হয়েছিল, ১৫৬৩ জন পরীক্ষা থেকে নষ্ট সময়ের ক্ষতিপূরণ বাবদ কিছু গ্ৰেস্ট মার্ক দেওয়া হয়েছে। তাহার ওই ফলে এমন কিছু অসঙ্গতি দেখা দিয়েছে বলে জানান। এই সম্বন্ধে ডক্টররা জানান, মনে রাখা উচিত ,এটি অনলাইন পরীক্ষা নয় ,ফলে নেটওয়ার্কের কারণে সময় নষ্টের সম্ভাবনা নেই। সুপ্রিম কোর্টে এনটিএ চাপের মুখে জানিয়েছেন, যে ওই ১৫৬৩ জন পরীক্ষার্থী চাইলে আবার পরীক্ষা দিতে পারে, না হলে তাদের গ্রেস নম্বর বাদে মূল প্রাপ্ত নম্বরের ভিত্তিতে রাঙ্কিং করা হবে। এ তো শুধু শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা, দুর্নীতির করাল অগ্নিকুণ্ডু কে শান্তির পারাবতীর ডানায় আড়াল করার চেষ্টা বলে জানালেন। আমরা এই ধরনের দুর্নীতি কোনদিনও মেনে নিতে পারবো না, যেভাবে সারাদেশে প্রতিটি পরীক্ষার ক্ষেত্রেই একই দুর্নীতি ঘটে চলেছে, তাই যারা এ সকল দুর্নীতি করছে, অপরাধ করছে, তাদের শাস্তি চাই, শাস্তি হওয়া দরকার। হাজার হাজার ছেলেমেয়ে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। অবিলম্বে দুর্নীতিগ্রস্তদের
গ্রেপ্তার করা হোক।