অতিরিক্ত সচিব মো.ফজলুর রহমানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে
– মাহবুব আলমঃ
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান। তাকে সাময়িকভাবে অতিরিক্ত এ দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। বর্তমানে রাজধানীবাসীর পানি সরবরাহের দায়িত্বপ্রাপ্ত সরকারি এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এ কে এম সহিদ উদ্দিনের দায়িত্ব পালন নিয়ে আপিল বিভাগের এক রায় আসার দিনেই নতুন এমডি নিয়োগ দেওয়া হল। নতুন এমডি ১৫ বছর ধরে দায়িত্বে থাকা আলোচিত এমডি তাকসিম এ খানের স্থলাভিষিক্ত হবেন। বুধবারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬-এর ২৮(২) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসার দৈনন্দিন কার্যক্রম সুচারুরূপে পরিচালনা এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত সচিব ফজলুরকে সাময়িকভাবে এমডির দায়িত্ব দেওয়া হল। ছাত্র-জনতার তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর তিন দিন পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ঢালাওভাবে রদবদল শুরু হয়। এরই মধ্যে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের বাধার মুখে ওয়াসা ভবনে প্রবেশ করতে না পেরে ১৪ অগাস্ট পদত্যাগ করেন ১৫ বছর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা তাকসিম এ খান। পরদিন স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্টাংশ বাতিল করা হল। গত বছরের ১৪ অক্টোবর তাকসিম এ খানের চুক্তির মেয়াদ সপ্তমবারের মত বাড়ানো হয়েছিল। সেদিন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত ঢাকা ওয়াসায় কর্মরত জ্যেষ্ঠতম উপব্যবস্থাপনা পরিচালক সহিদ উদ্দিন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান। তবে গত ৮ সেপ্টেম্বর এমডি পদে প্রকৌশলী সহিদের নিয়োগ স্থগিত করে দেয় হাই কোর্ট। একইসঙ্গে এই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতম উপ-ব্যবস্থাপনা পরিচালককে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দিতে সেদিন নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। তবে বুধবার এমডি হিসেবে প্রকৌশলী সহিদকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আপিল বিভাগ। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানির জন্য আগামী ৪ নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের এ রায়ের দিনই ওয়াসার নতুন প্রধান ঠিক করে দিল স্থানীয় সরকার বিভাগ।