বৃহস্পতিবার ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:০৪
শিরোনামঃ
Logo আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অদ্যাবধি নিরলসভাবে কাজ করে যাচ্ছে-সেনাপ্রধান Logo “সোনার কেল্লা”র ৫০ তম বর্ষপূর্তি উদযাপনে, ক্লিকের ৫০ তম ওয়েব সিরিজ, “জয়সলমীরজমজমাট ‘এর শুভ সূচনা‌ Logo আসিফ আকবরের ছোট ছেলের বাগদান,পুত্রবধূর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া! Logo আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার Logo পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীকে হত্যা,আটক প্রেমিক Logo পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে, পালিত হলো, জয় হিন্দ সাবাশ( সেনা সম্মান যাত্রা) Logo মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ Logo জিলহজ মাসের চাঁদ দেখা গেছে,সৌদি আরবে ঈদুল আজহা উদযাপন হবে ৬ জুন Logo বরানগর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন। Logo কীভাবে খুব ছোট ছোট কিছু অভ্যাস গড়ে তোলার মাধ্যমে জীবন পরিবর্তন হয়

অনলাইনে জুয়া খেলার টাকা জোগাড় করতে স্বামী-স্ত্রী মিলে প্রতিবন্ধী নারীকে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৬, ২০২৫, ৯:২০ অপরাহ্ণ
  • ১৫ ০৯ বার দেখা হয়েছে

গাজীপুর মহানগরের টঙ্গীপূর্ব থানাধীন উত্তর আরিচপুর এলাকায় শ্রবণ ও বাক প্রতিবন্ধী রাবেয়া সাবরিন লিখনকে (৩৩) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনলাইনে জুয়া খেলার টাকা জোগাড় করতে স্বামী-স্ত্রী মিলে প্রতিবন্ধী রাবেয়াকে হত্যা করেছেন। 

নিহত রাবেয়া সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীন শরীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রীশিল্পে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। সোমবার (২৬ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পিবিআই।  গ্রেপ্তারকৃত ওই দম্পতি হলেন সাইফুল ইসলাম ওরফে উজ্জল (২৮) ও তার স্ত্রী সাদিয়া আক্তার (১৯)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নিন্দারাবাদ এলাকার বাসিন্দা। তবে টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তারা।

পিবিআই জানিয়েছে, পুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার বাড়ির দ্বিতীয় তলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মায়ের সঙ্গে থাকতেন রাবেয়া। গত ১৯ মে সকালে তিনি বাসায় একাই ছিলেন। সকাল ৯টার দিকে এক প্রতিবেশী কক্ষটির দরজা বাইরে থেকে আটকানো দেখতে পান। পরে দরজা খুলে দেখেন বিছানার ওপর ওড়না ও গামছা দিয়ে রাবেয়ার হাত, পা ও মুখ বাঁধা লাশ পড়ে আছে। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ওই ঘটনায় রাবেয়ার মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন। পরে গাজীপুরের পিবিআই ছায়া তদন্ত শুরু করে। হত্যার দায়ের একই বাসার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী সাইফুল ইসলাম ও তার স্ত্রী সাদিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে ওই দম্পতি জানান, সাইফুল একটি গার্মেন্টসে চাকরি করেন এবং অনলাইন জুয়ায় আসক্ত।

তার দুই মাসের বাড়িভাড়া বাকি থাকায় স্ত্রী সাদিয়া আক্তারের সঙ্গে প্রায়ই ঝগড়াবিবাদ হতো। পাশের ফ্ল্যাটের রাবেয়ার বোনাস পাওয়ার খবর জানতে পেরে ওই টাকা চুরির পরিকল্পনা করেন তারা। ১৯ মে সকাল আনুমানিক ৬টার দিকে  রাবেয়া রান্নার জন্য ফ্ল্যাটের বাইরে গেলে তারা ভেতরে ঢুকেন তারা।  একপর্যায়ে রাবেয়া ফ্ল্যাটের ফিরে এলে তার হাত, পা ও মুখ বেঁধে তাকে শ্বাসরোধে হত্যা করে ব্যাগ থেকে ১ হাজার ২৫০ টাকা ও ২ কেজি চাল নিয়ে পালিয়ে যান তারা। এ বিষয়ে পিবিআই গাজীপুর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘রাবেয়া সাবরিন লিখন একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী। এ ধরনের মানুষকে সমাজের বোঝা মনে না করে আমাদের সকলেরই উচিত তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।  আসামিরা সামান্য কিছু টাকার জন্য যে গর্হিত অপরাধ করেছে তার দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত।’ 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell