শনিবার ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৭
শিরোনামঃ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে -সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ-আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে উপদেষ্টা আসিফ নজরুল,অবরুদ্ধ করে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পূর্ণ প্যানেলে জয়-সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেত্বাধীন প্যানেল’জামায়াত প্যানেল ভরাডুবি চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ভিডিও ভাইরাল,আটক তরুণ গাজীপুরের শ্রীপুরে নারীকে গলা কেটে হত্যা করে মাটিচাপা,লাশ উদ্ধার প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলনে ডিসি মাসুদের আসল ছবিকেই এআই বলে প্রচার করে- ডিএমপি কিংবদন্তি অভিনেত্রী ববিতার পুত্র কে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কানাডা রূপগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় একটি পিস্তল জব্দ গাজীপুরে অনুমোদিত ভবন ঢাকায় নির্মাণ-ফেঁসে যাচ্ছেন প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ

অরল্যান্ডোতে মহান বিজয়ের শ্রদ্ধাঞ্জলি ও নাসার চৌধুরীর কর্মের স্বীকৃতি দাবী

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২১, ২০২৩, ১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

অরল্যান্ডোতে মহান বিজয়ের শ্রদ্ধাঞ্জলি ও নাসার চৌধুরীর কর্মের স্বীকৃতি দাবী

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়রপ্রতিনিধি( যুক্তরাষ্ট্র):

অরল্যান্ডোতে গত সতেরো ডিসেম্বর ২০২৩,রবিবার , সন্ধ্যা ছয়টায় বাঙালির প্রাণকেন্দ্র বোম্বে গ্রীলে মহান বিজয়ের বায়ন্নতম বার্ষিকীতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্দ্যেগে স্মরণে শ্রদ্ধায় বর্ণাঢ্য বিজয় দিবস পালিত হয় | খবর বাপসনিঊজ ।উনিশ শত একাত্তরের ষোলোই ডিসেম্বরের এই মহিমান্বিত দিনে বীর বাঙালি মুক্তিযুদ্ধ শেষে মহান বিজয়ের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে | সীমাহীন দুর্ভোগ, অবর্ণনীয় আত্মত্যাগ ,

No description available.

আর নয় মাসের সশস্র সংগ্রামের মাধ্যমে এক সাগর-নদী রক্ত পেরিয়ে এ জাতি তার সর্ব শ্রেষ্ঠ অর্জন বিজয় মুকুট ছিনিয়ে আনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে | স্বাধীনিতা প্রিয় বাঙালি তার এই অনন্য গৌরবোজ্জ্বল দিনকে স্মরণীয় করতে সেন্ট্রাল ফ্লোরিডাবাসী লিটল বাংলাদেশ বোম্বে গ্রীলের সুস্বজ্জিত চত্বরে সমবেত হয় |

No description available.

সন্ধ্যা সাতটার মধ্যে নির্ধারিত উৎসব স্থান কানায় কানায় পুন্য হয় | রাত সাড়ে সাতটায় শুরু হয় স্মরণ সভা | এতে সভাপতিত্ব করেন সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর সংগ্রামী সভাপতি মোয়াজ্জেম ইকবাল এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক সালেহ করিমুজ্জামান | মঞ্চে আসন গ্রহন করেন প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মিলন ।

No description available.

সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ,শামসুস তোহা, শাওন প্রজা,বীর মুক্তি যোদ্ধা মোহাম্মদ খসরু , মোহাম্মদ নূর , সালেহ করিমুজ্জামান | প্রথমে পবিত্র কুরআন তেলওয়াত এবং বঙ্গবন্ধু সহ স্বাধীনতার বীর শহীদানের আত্মার মাগফেরাত করে দোয়া পরিচালনা করেন জসীম উদ্দিন | অতঃপর জাতীয় সংগীত পরিবেসিত হয় | যাঁদের প্রাণের বিনিময়ে পরাধীনতার সৃঙ্খল ভেঙে রক্তাক্ত বিজয় অর্জিত হয়েছিল তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় |

এরপর মহান বিজয় দিবসের আলোচনা পর্বে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করে বক্তব্য রাখেন সালেহ করিমুজ্জামান | জসীম উদ্দীন কষ্টার্জিত স্বাধীনতা রক্ষা , জাতীয় সংগীত খন্ডিতভাবে পরিবেশন না করা ও স্বাধীনতার শত্রুদের সম্পর্কে সতর্ক থাকার আহবান জানান | শামসুদ তোহা মাতৃভূমির বীর শহীদের স্বপ্ন পূরণে ঐকবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন | শাওন প্রজা বাঙালির আত্মপরিচয় জাগ্রত করতে বঙ্গবন্ধুর অসহনীয় ত্যাগের স্মৃতিচারণ করেন | প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মিলন বলেন ,বঙ্গবন্ধুকে কেন্দ্রকরে আবর্তিত হয়েছে এদেশের ইতিহাস , একটি জাতির জন্মগাঁথা | আসন্ন নির্বাচনে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করতে তিনি যুক্তরাষ্ট্র থেকে একটি টিম নিয়ে দেশে যাবার ঘোষণা দেন | সভাপতির ভাষণে মোয়াজ্জেম ইকবাল বলেন , একাত্তুরের মুক্তি যুদ্ধ এবং ষোলোই ডিসেম্বরে মহান বিজয়ের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল এ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন | তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষনের প্রথম সংরক্ষক অরল্যান্ডো প্রবাসী বয়োবৃদ্ধ নাসার আহমেদ চৌধুরীকে জীবদ্বশায় তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ প্রাপ্ত সম্মান দেবার দাবী জানান | বঙ্গবন্ধুকে দলের মধ্যে কুক্ষীগত না করে সতেরো কোটি মানুষের হৃদয় মাঝে ফিরিয়ে দিতে ও দেশ প্রবাসে সম্প্রীতির বন্ধন জোরদার করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার বিনীত অনুরোধ জানান | বিজয় আলোচনা শেষে সাংকৃতিক পর্বে কালজয়ী মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন জনপ্রিয় বীর মুক্তিযোদ্ধা মোঃ খসরু , গণ মানুষের শিল্পী পল্লী ইসলাম | একের পর এক তাদের মর্মস্পর্শী দেশাত্মবোধক গান পরিবেশনায় সকলের প্রাণের যেন একাত্তরের বিজয় ফিরে আসে | মন ছুটে যায় প্রিয় মাতৃভূমিতে | যাদের নিস্বার্থ প্রচেষ্ঠায় বিজয়ানুষ্ঠানের ও সার্থকতা ও সফলতা আসে , তারা হলেন মোহাম্মদ নূর , শাজাহান কাজী , মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম বাবু , আলম ,মাইনুল হক | সার্বিক পরিকল্পনা বাস্তবায়নে , প্রচারে সহযোগিতায় যারা বিজয় দিবস অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেছেন তারা হলেন আখম রুমেল হোসেন , মোহাম্মদ জসীম , ফখরুল আহসান শেলী , আবদুল আজিজ , শামসুর রহমান সামু , আবিদ আমীর , সিন্গ্ধ লিপি , নবনী ,তান্নি আহমেদ , মিসেস জসীম , মিসেস করিমুজ্জামান , মিসেস মুনির | সুস্বাদু খাবার পরিবেশনে বোম্বে গ্রীল ঐতিহ্যের সাক্ষর রেখেছে | আপ্যায়নে তাহের মিয়া এবং রাসেল মিয়ার স্বদিচ্ছা আন্তরিকতা সবাইকে মুগ্ধ করেছে | রাত এগারোটা সমাপ্তিক্ষন পর্যন্ত অনবদ্য বিজয় সংগীত সকলকে মাতিয়ে রাখে | এভাবে শেষ হয় সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর স্মরণীয় বিজয় সন্ধ্যা |

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell