আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির ছাত্র-ছাত্রীদের সম্বাধর্ণা জ্ঞাপন-দিশা ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনা।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
১ লা সেপ্টেম্বর সোমবার ঠিক সন্ধে সাড়ে ছটায় ইন্দিরা পার্ক ও শরৎচন্দ্র বসু রোডের সংযোগস্থলে ওয়েলফেয়ার সোসাইটি থেকে শিবির এবং বসে আঁকো প্রতিযোগিতায় এই এই অনুষ্ঠানটি আয়োজন করা ।
এই রক্তদান উৎসবের শুভ সূচনা করেন সমাজসেবী প্রদীপ আঢ্য মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন অতিথি হিসেবে সমাজসেবী শেফালী সরকার , সমাজসেবী শাশ্বতী দাস।
প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়েই এই অনুষ্ঠান শুরু হয়। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যবৃন্দরা কার্তিক শীল বাপন পাল অনিক
সাহা সুব্রত ঘোষ প্রহ্লাদ আইচ গৌতম পাল রাজু বকসি জয়ন্ত দাস সঞ্জয় সাউ দেবী দত্ত সম্পা ভৌমিক সুনন্দা।
রক্তদান শিবিরে শুভ সূচনার পর উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে হাতে ফুলের স্তবক এবং স্মারক দিয়ে সম্বধর্ণা জ্ঞাপন করলেন।
ক্লাবের সদস্য কার্তিক শীল এর বক্তব্য এর জানা যায় আজকে ৪০০ জনের বেশি রক্তদাতা রক্তদান করেছেন। এছাড়াও সন্ধ্যেবেলার সংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিলেন নাচ-গান কবিতা এবং আঁকা প্রতিযোগিতা।
আগামী দিনে একটি থ্যালাসিমিয়া উপরে ক্যাম্প করার কথা ভাবনা- চিন্তা করছি, কারণ যেভাবে থ্যালাসেমিয়া রোগীদের রক্তের প্রয়োজন হয়
কিংবা তাদের শারীরিক দিক যদি আমরা সহযোগিতা করি হয়তো তারাও আলোর মুখ দেখবে এবং অনেকটা উপকৃত হবেন,
সেই সকল পরিবার ও শিশুরা, তাই দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই ধরনের চিন্তাভাবনা নিয়েছেন তবে আজকে সকলের সহযোগিতায় এইরকম একটি রক্তদান উৎসব আয়োজন করতে পারায়
সবার কাছে আমরা কৃতজ্ঞ। এবং সকল উপস্থিত অতিথিবৃন্দের কাছে, সবার সহযোগিতায় এই উৎসব আলোকিত হয়ে উঠেছিল।
অতিথিবৃন্দরা কৃতজ্ঞতা বানালেন সকল রক্তদাতা আমাদের এখানে এসে রক্ত দিয়েছেন এইভাবেই যদি সবাই হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো কিছুটা হলেও রক্তের ঘাটতি পূর্ণ হবে।
একটা জীবন ফিরে পাবে। আর ধন্যবাদ জানাবো সবার আগে যে সকল ডক্টর ব্লাড ব্যাঙ্কে সহযোগিরা এসেছিলেন। তারা আরো বলেন যে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান পেয়েছেন ,
ছাত্র-ছাত্রীদের যেভাবে সম্বর্ধনা দেয়া হলো । আগামী দিনে এই ছাত্র ছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ।
এবং সকল ছাত্র-ছাত্রীদের যে প্রতিভা দেখা যাচ্ছে গান,আবৃত্তি ,নৃত্য অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে সমস্ত ছাত্র-ছাত্রীর মধ্যে।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””