বুধবার ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৬:১০
শিরোনামঃ
জনকল্যাণমূলক বৃহৎ কার্যক্রম বাস্তবায়নে বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করে চলছেন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক দল হিসেবে বিবেচিত-হাসনাত আবদুল্লাহ। এটিএন বাংলা-জেএসএস অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ-প্রেস সচিব শফিকুল আলম। আইভীর জামিন,হত্যাসহ ৫ মামলায় – স্থগিত চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষ। লালদিয়ার চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন : আন্তর্জাতিক মানে চট্টগ্রাম বন্দর গড়তে বিদেশি ব্যবস্থাপনার আহ্বান এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। কলেজ শিক্ষিকা স্ত্রী নিখোঁজ থানায় জি,ডি করতে এসে স্বামী জানেন সে অভিযুক্ত। চট্টগ্রামে ব্যবসায়ী হাকিম হত্যার রহস্য উন্মোচনে জেলা পুলিশের দৃষ্টান্তমূলক সাফল্য রাজ্যস্তরের ডাক টিকিট প্রদর্শনী– BONGOPEX প্রেস কনফারেন্স করেন।

আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক দল হিসেবে বিবেচিত-হাসনাত আবদুল্লাহ।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১২, ২০২৫, ৩:৪৯ পূর্বাহ্ণ
  • ৯ ০৯ বার দেখা হয়েছে

 

আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক দল হিসেবে বিবেচিত-হাসনাত আবদুল্লাহ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে কোনো জোট নয়: হাসনাতযারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে জোট হতে পারে। যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনো জোট নয় বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বি বি রোডে সমবায় কমপ্লেক্স ভবনের ৯ম তলায় এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় হাসনাত আবদুল্লাহ এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সংস্কারের পক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আছে তারা যদি আমাদের সঙ্গে আসতে চায় আমরা তাদের নিয়ে জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, চব্বিশের জন-আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সঙ্গে এনসিপির কোনো জোট বা নির্বাচনী অ্যালায়েন্স সম্ভব নয়।’

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে এখনও অপ্রাসঙ্গিক দল হিসেবে বিবেচিত। তাদের নিয়ে ভাবতে হবে। বিভিন্ন গণমাধ্যমে টকশোতে এতদিন আওয়ামী লীগের ভাড়াটে সুবিধাভোগীরা দলটির পক্ষে বৈধতা উৎপাদন করলেও গত দুই দিনে আওয়ামী লীগের কার্যক্রমে আবারও স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগকে বৈধতা দেয়া সম্ভব নয়।

তিনি বলেন, ‘তাদের নিয়ে এখনও ভাবতে হবে। কারণ তারা কখনও গণমানুষের দল ছিল না।’

ইতিপূর্বে দেশে যারা আগুন সন্ত্রাস করেছিল, আগামী নির্বাচনকে বানচাল করতে তারাই এখন আগুন সন্ত্রাস করছে বলেও মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে না পারলে আগামী জাতীয় নির্বাচন কোনো অবস্থাতেই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘দেশে সংস্কার, সর্বস্তরের মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন ও জনগণের ক্ষমতায়ণের জন্য এনসিপি সাংগঠনিকভাবে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতীতের মতো প্রশাসনকে ব্যবহার করে রাতের ভোটের মাধ্যমে আবারও যাতে দেশে ফ্যাসিবাদ ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে এনসিপি সন্দিহান।’

চলতি নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই সারা দেশে দলীয় প্রার্থী ঘোষণার কথাও জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী ও কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুসহ জেলা ও মহানগরের নেতারা

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell