বৃহস্পতিবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১২:৩৩
শিরোনামঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন-(আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা নীলফামারীতে ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন West Bengal INTTUC Trinamool Congress calls for protest and sit-in against Bengali speakers রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দালাল চক্রের ৪ জন আটক -বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি সম্পত্তির তথ্য গোপন স্ত্রীর ধমক বঙ্গ গৌরব সম্মান ২০২৫”মিশন বিশ্ব গুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘দ্রুত দেশে ফিরবেন-লুৎফুজ্জামান বাবর। পটুয়াখালীতে দুই শিশুকে “বদজ্বিন ভর করেছে”ভয় দেখিয়ে গভীর রাতে ধর্ষণ-থানায় মামলায় গ্রেফতার জামিনে এসে মামলা তুলে নিতে হুমকি আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু চৌহালীতে বৈন্যা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা বিনা বেতন-ভাতায় চাকরি করছে ১৩ শিক্ষক

আধ্যাত্মিক চিকিৎসায় সাপে কাটা রোগী সারিয়ে তুলতে সফল কবিরাজ

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৫, ২০২২, ৯:৪০ অপরাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

আধ্যাত্মিক চিকিৎসায় সাপে কাটা রোগী সারিয়ে তুলতে সফল কবিরাজ

এমনই এক ঘটনা ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামে।

 

গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে এলাকায় সাপের ছোবলের শিকার হন সালাম ফকির নামে এক যুবক। তিনি বিষয়টি বুঝতে পারে বাড়ি ফেরার পর। পরে চিকিৎসা দিতে পরিবারের লোকজন তাকে নিয়ে যায় পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের কবিরাজ আলী আকবর ফকিরের কাছে।

সাপে কাটা রোগীদের সারিয়ে তুলতে ঢাক-ঢোল বাজিয়ে মন্ত্র পড়ে চিকিৎসার ঘটনা বহুযুগ আগের। তারপরও দেশের বিভিন্ন জায়গায় প্রাগ ঐতিহাসিক এ পন্থায় চিকিৎসার খবর পাওয়া যায় কম বেশ।

কবিরাজের চিকিৎসা কাজে না লাগায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরবর্তীতে কবিরাজ আলী আকবর ফকির নিজেই আসেন সালামের বাড়িতে। এ সময় তিনি ঝাড়ফুঁক দিয়ে সালামকে সুস্থ করার চেষ্টা করেন। তারপরও কাজ না হওয়ায় তিনি সালামের শরীরে থেকে সাপের বিষ নামাতে আধ্যাত্মিক চিকিৎসার কথা বলেন।

তার কথা মতো বাড়ির লোকেরা সালামকে উঠানে নিয়ে আসেন। মাটিতে কলাগাছ পুঁতে সেটির সঙ্গে সুতা লাগিয়ে সালামের পায়ে বেধে দেন। তার মাথায় পরিয়ে দেওয়া হয় কড়ি। এরপর ঢাক-ঢোল, কাসরসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে মন্ত্র পড়তে শুরু করেন কবিরাজ। মন্ত্র পড়ার সময় দলের সদস্যসহ তাকে নাচ করতেও দেখা যায়।

ঘটনা এখানেই শেষ হয়নি। মন্ত্রের পড়ার ফাঁকে মাটিতে পোঁতা কলাগাছে জ্বালিয়ে দেওয়া হয় মোমবাতি, আগরবাতি ও ধূপ। মাটিতে ঘেরাও দেওয়া সীমানার মধ্যে বসে কখনও নাচ করেন কবিরাজ। আবার কখনও বেহুলা সাজিয়ে নাচানো হয়  এক কিশোরীকে। কবিরাজ ফকিরের দাবি, তার এই আধ্যাত্মিক চিকিৎসায় অদৃশ্যভাবে ধীরে ধীরে সালামের শরীর থেকে বিষ নেমে জমা হচ্ছে কলাগাছে। সুতার মাধ্যমে বিষ কলা গাছে যাওয়ায় ভেঙে যাচ্ছে গাছের ডগা। এতে সুস্থ হয়ে উঠছেন সালাম।

শুক্রবার (২৩ ডিসেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া কবিরাজ ফকিরের এই আধ্যাত্মিক চিকিৎসা চলে শনিবার (২৪ ডিসেম্বর) রাত পর্যন্ত।

মন্ত্র পড়ে বিষ নামানো ও কবিরাজের নাচ দেখতে এ তিনদিন সালামের বাড়িতে ভিড় করে এলাকাবাসী। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় ফুল্লশ্রী গ্রামে।

সালামের বড় ভাই এরশাদ ফকির এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়িতে কবিরাজের এমন চিকিৎসায় সালাম সুস্থ হয়ে উঠেছেন।

বিষ নামানো দেখতে আসা আভা মুখার্জী, মোকলেচ ফকির, আসলাম ফকির, জুলহাস পাইক, সজল বালাসহ স্থানীয় লোকজন জানান, এর আগেও তারা একাধিকবার এভাবে সাপে কাটা রোগীর বিষ নামানো দেখেছেন। তারাও এই আধ্যাত্মিক চিকিৎসায় মাধ্যমে ভালো হয়েছেন। তবে আবার কেউ কেউ বলছেন সাপে কাটা রোগীর আধ্যাত্মিক এই চিকিৎসা দেখতে এসেছেন প্রথমবার।

আধ্যাত্মিক চিকিৎসা দেওয়া কবিরাজ আলী আকবর হোসেন ফকির জানান, তার ৬ বছর বয়স থেকে ওস্তাদ অব্দুল আলী গারুলীর কাছে তিনি শিক্ষা নিয়েছেন। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি কবিরাজি চিকিৎসা দিচ্ছেন। আধ্যাত্মিক এই চিকিৎসার মাধ্যমে সাপে কাটা রোগীকে সুস্থ করে পারিশ্রমিক রের ৩০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত। এখন পর্যন্ত এখন পর্যন্ত প্রায় ৫০০ সাপে কাটা রোগীকে সুস্থ করেছেন তিনি।

সাপে কাটা যুবক মো. সালাম ফকিরের সঙ্গে কথা বলে জানা গেছে, তার শরীর নীল বর্ণ ধারণ করেছিল। সারা শরীরে তিনি অসহ্য যন্ত্রণা অনুভব করেন। কবিরাজের চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছেন বলে দাবি করেন সালাম।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. বখতিয়ার আল মামুন জানান, এ ধরণের কোনো চিকিৎসার ভিত্তি নেই। এটা চিকিৎসার নামে অপচিকিৎসা। এতে সাপে কাটা রোগীর বড় ধরণের বিপদের আশংকা থাকে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell