আন্দোলনের মুখে ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের রাজস্বখাতে স্থানান্তরের জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ, কে, এম সহিদ উদ্দিন।
রবিবার (২৫ আগস্ট) বিকালে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিবকে (পাস-২) দৃষ্টি আকর্ষণ করে এই চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগে ও বিভিন্ন পদে কর্মরত অন্তত দুই হাজার ৫শ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োজিত আছেন। তাদের চাকুরির সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ করা হলো। চিঠিতে আরো বলা হয়, ঢাকা ওয়াসায় আউটসোর্সিং এ যোগদানের পর অনেকেরই চাকরির বয়স শেষ হয়ে গিয়েছে। এছাড়াও প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবার-পরিজন নিয়ে সামান্য বেতনে পরিবার চালাতে সক্ষম নয় বিধায় মানবিক দিক বিবেচনা করে তাদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করা প্রয়োজন। এমতাবস্থায়, ঢাকা ওয়াসায় আউটসোর্সিং বাতিল করে কর্মরত কর্মচারীদের স্ব স্ব পদে রাজস্ব খাতে স্থানান্তর করার সিদ্ধান্তের জন্য অনুরোধ করা হলো। স্থানীয় সরকার বিভাগ বরাবর চিঠি পাঠানোর আগে রবিবার বেলা ১১টা থেকেই ঢাকা ওয়াসার কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে নিজেদের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পরে দুপুর ১২টার দিকে মিছিল দিতে দিতে ভবনের তৃতীয় তলায় ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের সামনে সবাই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে এমডি একটি প্রতিনিধি দল পাঠালে তাদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান আন্দোলনকারীরা। দুইটার দিকে আন্দোলনকারীদের মধ্যে থেকে ৫ জনকে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনার জন্য ডেকে নেয়া হয়। এরমধ্যে ভবনের নিরাপত্তা দিতে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান নেন। পরে বিকালে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বিষয়টির গুরুত্ব অনুধাবন করে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠান। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ, কে, এম সহিদ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘কর্মচারীরা তাদের দাবি জানিয়েছেন। আমি বিষয়টি গুরুত্ব অনুধাবন করে মন্ত্রণালয়কে অবগত করেছি। বাকিটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত।’