 
								 
												নগর সংবাদ।।নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।জানাযায়,মাদক বিক্রিতে বাধা দেওয়া কে কেন্দ্র করে,আমলাপাড়া এলাকার নুরুদ্দিন মিয়ার ছেলে মাহতাব উদ্দিন জিকু (৩৫)সোমবার রাত ১০ঘটিকায় মাদক ব্যবসায়ীরা পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার চেস্ঠা, মাসুয়া পাড়া এলাকায় মাদক ব্যবসায়ী শাওন শুভ,অনিক সহ ৪/৫ জন মাদক বিক্রি করার সময় জিকু বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ধারালো অস্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।স্থানীয়রা জিকু কে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। কতব্যরত ডাক্তার জিকুর শারিরিক অবস্থা সংকট হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।হাসপাতালে উপস্থিত সাংবাদিক দের জানায়, শাওন, শুভ,অনিক সহ মাদক বিক্রি করে যুব সমাজ নস্ট করে দিচ্ছে। তারই প্রতিবাদ করাই হত্যর চেস্টা করে মাদক ব্যবসায়ীররা।
