রবিবার ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:১৩
শিরোনামঃ
নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার-জড়িত কেউ রেহাই পাবে না বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে-তারেক রহমান অজ্ঞান পার্টির মূল হোতা নিজেই জ্ঞান হারিয়ে ফেলেন তার কাছে থাকা জুস পান করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে -সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ-আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে উপদেষ্টা আসিফ নজরুল,অবরুদ্ধ করে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পূর্ণ প্যানেলে জয়-সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেত্বাধীন প্যানেল’জামায়াত প্যানেল ভরাডুবি চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ভিডিও ভাইরাল,আটক তরুণ গাজীপুরের শ্রীপুরে নারীকে গলা কেটে হত্যা করে মাটিচাপা,লাশ উদ্ধার প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলনে ডিসি মাসুদের আসল ছবিকেই এআই বলে প্রচার করে- ডিএমপি

আর্ট উইন্ড ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপের পরিচালনায় একটি গ্রুপ প্রদর্শনীর শুভ সূচনা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৩, ২০২৩, ২:২৪ পূর্বাহ্ণ
  • ১৯৮ ০৯ বার দেখা হয়েছে

আর্ট উইন্ড ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপের পরিচালনায় একটি গ্রুপ প্রদর্শনীর শুভ সূচনা হলো,,,।

শম্পা দাস ও সমরেশ রায় ,, কলকাতা

আজ বাইশে আগস্ট মঙ্গলবার ঠিক বিকেল পাঁচটায়, আর্ট উইন্ড ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপের পরিচালনায় এবং অভিজিৎ সরকারের উদ্যোগে,, কলকাতার গ্যালারী গোল্ডে ,,একটি গ্রুপ প্রদর্শনী শুভ সূচনা হলো, এই প্রদর্শনীতে 40 জন জুনিয়র ও সিনিয়র শিল্পী অংশগ্রহণ করেন, এবং তাদের বিভিন্ন ধরনের হাতের কাজ ,এই প্রদর্শনীতে প্রদর্শীত হয়,শুধু কলকাতা নয়, আসাম, জলপাইগুড়ি, কোচবিহার, নদিয়া, নর্থ ২৪ পরগনা ,বর্ধমান, দুর্গাপুর, সাউথ 24 পরগনা প্রত্যেকটি জেলা থেকে শিল্পীরা অংশগ্রহণ করেন।, এই প্রদর্শনী চলবে বাইশে আগস্ট থেকে ২৪ শে আগস্ট পর্যন্ত , প্রতিদিন দর্শকদের জন্য খোলা থাকছে এই গ্যালারী গোল্ড, প্রায় দেড়শো উপর ছবি এই প্রদর্শনীতে প্রদর্শীত হয়। বিভিন্ন সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে এবং তাহাদের হাত ধরে প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে এই প্রদর্শনী শুভ সূচনা করলেন

No description available.

এরপর একে একে সম্মানীয় অতিথিদের উত্তরীয় পরিয়ে, হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন, প্রধান অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সুদূর কুচবিহার থেকে আগত শিল্পী শেখর রঞ্জন দত্ত মহাশয়, উপস্থিত ছিলেন ফিল্ম মেকার শাশ্বত সরকার,

Open photo

উপস্থিত ছিলেন সমাজসেবী নিরঞ্জন বিশ্বাস, উপস্থিত ছিলেন শিল্পী সঞ্জয় দুগার,। উপস্থিত ছিলেন সমাজসেবী সুখেন্দু বসু, এবং কৌশিক বাবু মহাশয় এ ছাড়া উপস্থিত ছিলেন আর্ট উন্ডের কর্ণধার অভিজিৎ সরকার ও অভিজিৎ মল্লিক,।

Open photoসহ অন্যান্য অতিথি বৃন্দরা। যে সকল শিল্পীরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন , যাহাদের ছবি প্রদর্শীত হয়েছে তাহারা হলেন, ,, সুব্রত বিশ্বাস, শৈলেন ঘোষ ,অশোক দত্ত, বিথীকা দত্ত, শম্পা গিরি, সুচিস্মিতা মজুমদার , পায়েল সিনহা, অভিজিৎ সরকার, অনন্যা কর্মকার ,অভিজিৎ বাসু ,সায়রী মন্ডল, প্রীতম বসাক, সোনালিকা পাল, সুপ্রভা দাস রাজদীপ বিশ্বাস, রাজিয়া খাতুন ,আকাশ মন্ডল, রাহুল নস্কর ,স্বাগতা নন্দী। পায়েল সিনহা, কল্পনা মাখাল, পাপড়ি দাস ,সৌম্যদীপ মণ্ডল ,এমডি রাকিব মল্লিক, নীতিশ প্রামানিক, অঙ্কন রায় মৌমবনী পাল সুজাতা লাহিড় ী ইন্দ্রজিৎ দে,

 

No description available.

সঞ্জয় সিনহা সহ অন্যান্য শিল্পীরা, বক্তব্যের মধ্য দিয়ে সম্মানিত অতিথিরা জানান, আজ এরকম একটি প্রদর্শনীতে এসে সত্যিই আনন্দ লাগছে যে, আর্ট উইন্ড জুনিয়র ও সিনিয়রদের নিয়ে যেভাবে প্রদর্শনী সূচনা করলেন, সত্যি আমরা গর্বিত। সবাইকে একইভাবে সুযোগ দিয়েছেন , এর জন্য কৃতজ্ঞতা জানাই ,ছোট ছোট শিল্পীদের কেউ উৎসাহিত করার জন্য, আর শিল্পীদের উদ্দেশ্যে বলবো ,প্রদর্শনী মানে কোন সম্মান পাওয়া বা সার্টিফিকেট পাওয়া নয়।

No description available.

শেখাটাই মূল উদ্দেশ্য ,আর নতুন কিছু করাটাই লক্ষ্য, তার সাথে সাথে মানুষের কাছে তুলে ধরা, এই তিনটে কথা মাথায় রেখে একটা শিল্পী কাজ এগিয়ে যেতে পারে ,নিজের লক্ষ্যে, কখনোই ভাবা উচিত নয় ,একজন পুরস্কৃত হয়েছে মানে আমি কোন অংশে কম। সংস্থার কর্ণধার অভিজিৎ সরকার জানান আর্ট উইন্ড শুধু ছেলে মেয়েদের নিয়ে প্রদর্শনী করাই মূল উদ্দেশ্য নয় বা ব্যবসা করা উদ্দেশ্য নয়। তাই আট উইন বেশ কয়েকটি চিন্তা ভাবনা নিয়েছেন সকল শিল্পীদের জন্য,

No description available.

যেমন বিভিন্ন দেশে প্রদর্শনী করার সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন, তেমনি আর্ট উইন্ড দুস্থ মানুষের পাশেও থাকার চেষ্টা করছেন, এছাড়াও দুটি ভাগে ভাগ করেছেন এই গ্রুপকে একটি তা হল আর্ট উইন্ড জুনিয়র, অন্যটি হল আর্ট উইন্ড ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপ, তাছাড়াও তারা কলকাতার আর্ট ব্যানার সাথেও কাজ করে চলেছেন

 

এবং প্রাইড ইনস্টিটিউট এর সাথে যুক্ত হয়ে বিএসএ, এম এফ এ কোর্সের ও সুযোগ করে দেওয়ার চেষ্টা করছেন ছেলে মেয়েদের, তিনি বলেন সবার সহযোগিতা না থাকলে কখনোই এইভাবে এগোনো সম্ভব হতো না। তাই সকল সদস্যদের কেউ ধন্যবাদ জানিয়েছেন।।

শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরOpen photo সংবাদ  ২৪ ডটকম,কলকাতা  ব্যুরো

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

Archive Calendar

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell