মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।। স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ‘র উদ্যোগে ভারতের আসামের বরপেটা জেলার কপাহরটারী, থেকা গাঁও, থেকা পাথার, পানি মরিচা গাঁও, পাথার,পাড়া গ্রামের হতদরিদ্র ও অসহায় শিশুদের এক বেলা খাবারের আয়োজন করা হয় গত ২১ শে মে রোজ শুক্রবার দুপুর বেলা। আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক দিক নির্দেশনায় ও সংস্থার বরপেটা জেলা শাখার প্রতিনিধি জংগশের আলীর পরিচালনায় এসব আয়োজন করা হয়। এসময় অত্র শাখার সদস্য আজাহার আলী,জাহিদুল ইসলাম,রফিকুল ইসলাম,সাহাজান আলী,বাহারুল ইসলাম সহ আরো অনেকে উপস্হিত ছিলেন। শিশুদের মাঝে খাবারে ছিল মাংস, ডাল, পায়েস ইত্যাদি । শিশু মোঃ হাসমত আলী বলেন আমি পেট ভরে ভাত খাইছি পায়েস টাও খুব সুন্দর হয়েছে যে এই খাবারে ব্যবস্হা করে দিয়েছেন আমারা তাদের জন্য দোয়া করি। পথ শিশুর একজন একজন বাবা এই খাবারের কথা শুনে আর্ন এন্ড লিভের প্রতি কৃতজ্ঞতা জানায়, এভাবেই তারা অসহায় হতদরিদ্র পিছিয়ে পড়া শিশুদের পাশে থাকবে। আর্তমানবতার সেবায় আর্ন এন লিভ।