ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সুজাতা সদনে ২০২৫ নারী শক্তি সম্মান অনুষ্ঠিত হল
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি, কলকাতা ব্যুরো””
১৪ ই জুলাই ২০২৫ সুজাতা সদনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর উদ্যোগে সপ্তাহের প্রথম দিন সোমবারে আয়োজিত হলো নারী শক্তি সম্মান। এই অনুষ্ঠানটি উদ্যোক্তা হলেন মহিলা সভাপতি শেফালী সরকার এবং সভাপতি অরূপ বিশ্বাস মহাশয়।
মঞ্চে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন অ্যাঙ্কার প্রেসেনজিৎ রাহা ও অ্যাংকার প্রিয়া রাহা তাদের সুন্দর এংকারিং এর জন্য দেশ-বিদেশে প্রসিদ্ধ এবং এক নিমেষে মানুষের মন কেড়ে নেয় তাদের শব্দের ধ্বনি।
১৪ ই জুলাই সোমবার ঠিক দুপুর একটা ৩০ মিনিটে সুজাতা সদনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সকল অতিথিরা উপস্থিত ছিলেন নন্দিনী ভট্টাচার্য রাষ্ট্রপতি অল বেঙ্গল পুরুষদের ফোরাম,
সম্প্রীতি মন্ডল লেডি ফার্মার,বেগম ফাতুন,শুভ্রা দাস নর্থ ২৪ পরগনার প্রেসিডেন্ট, তিমিরবরণ রায় রাজ্য কমিটির সদস্য, তরুণ কান্তি মন্ডল। দক্ষিণ ২৪ পরগনা সভাপতি , এস কে মাইন্দুন আহিরেদ বিআরএম সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান,
বিপ্লব বিশ্বাস সমাজসেবী ১২৯ বার রক্তদান করেছেন, সঞ্জয় দে, এবং হিউম্যান রাইস এর সকল মেম্বারবৃন্দ।
প্রদীপ প্রজ্জ্বননের মধ্যে দিয়ে সবাইকে নিয়ে একসাথে মিলিত হয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো।
প্রদীপ প্রজ্জ্বলনের সাথে সাথে প্রিয়া দির সুন্দর একটি সংগীত ও কবিতা মধ্যে দিয়ে সকলকে এক সূত্রে বাঁধলেন, তার সাথে প্রসনজিৎ দার স্তোত্র পাঠ করেন।
নাচ, গান, কবিতা ভরে তুলেছিল দর্শক আসনে থাকা মানুষগুলো মন। এরপর একে একে অতিথিদের উওরীয়, ব্যাচ,স্মারক , সার্টিফিকেট দিয়ে বরণ করে নেন।
এবং ১৫ জন নারী কে নারী শক্তি সন্মানে সন্মানিত করেন। এই সকল নারীরা বিভিন্ন ধরনের সমাজিক দায়িত্বে আছেন, এবং পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।
এছাড়াও নন্দিনী ভট্টাচার্য তার বক্তব্যে বলেছেন যে শুধুমাত্র নারী শক্তি সন্মান কেনো, পুরুষ শক্তি সন্মান হওয়ার উচিৎ। অনেক নারীরা অত্যাচারিত, অবহেলিত, লাঞ্ছিত, এদের পাশে ছাড়াবার জন্য শক্তিশালী সংগঠনগুলো আছেন, কিন্তু পুরুষরা অত্যাচারিত ,
লাঞ্ছিত,দুঃখ-কষ্ট হয়, পুরুষরা বলতে পারেন না। এদের পাশে আমাদের সবাইকে দাড়ানো প্রয়োজন আছে। অসহায় মানুষের পাশে থাকবেন এটাই তার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। যাতে অসহায় মানুষেরা একটু শান্তিতে থাকতে পারে,
তিনি আরো বলেন আমাদের মতন সমাজসেবী প্রতিটি শহরে এবং বিভিন্ন জেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলে খুব ভালো হয়। তাহলে কিছু মানুষ উজ্জ্বল আলোর ভবিষ্যৎ দেখতে পারবেন।
এছাড়াও বলেন শেফালী ম্যাডাম এবং অরূপদার মতন মানুষের পাশে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত এবং আপ্লুত মনে করেন। আমরা সমাজের পাশে আছি সমাজের পাশে থাকবো এটাই আশা রাখেন তিনি।
এবং শেফালী ম্যাডাম বলেন অসহায় মানুষের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা পরিসেবা দেন , অসহায় শিশুদেরও পড়ানোর ব্যবস্থা, জামাকাপড় প্রদান, ওষুধপত্র ,বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।
তিনি বলেন এইভাবে যদি আমরা একত্রিত ভাবে কাজ করতে পারলে একদিন সুস্থ সমাজ গড়ে উঠবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এই বার্তা একদিন ভারতবর্ষের সকলের কাছে পৌঁছে যাবে।
এছাড়াও এই মঞ্চে সাংবাদিকদের, এংকারদের ,এবং প্রতিটি মেম্বারদের ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্মানিত করলেন।সাংবাদিক বন্ধুদের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা। সকল সমাজসেবী ব্যক্তিবর্গরা এই ভাবেই এগিয়ে যান এবং অসহায় মানুষের পাশে হাত বাড়িয়ে দেন।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি, কলকাতা ব্যুরো””