মঙ্গলবার ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:০৬
শিরোনামঃ
Logo কবিতা উৎসব 2025 ও মানবতার অগ্রদূত ধ্রুবজ্যোতি সম্মাননা প্রদান অনুষ্ঠান Logo নোয়াখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার Logo প্রেমিকার সঙ্গে দেখা করতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসায় ভারতীয় যুবককে আটক Logo চৌহালীতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই শুরু Logo ল কলেজের ছাত্রীর ন্যায় বিচারের প্রতিবাদে, গড়িয়াহাট মোড়ে র‍্যালি করতে গিয়ে, সুকান্ত মজুমদার গ্রেপ্তার। Logo আনন্দবাজার পত্রিকা আয়োজিত, ট্যুরিস্ট স্পট মেলায়.. গো এভ্রি হোয়ার এবং ট্রাভেলিক্সার শুভ সূচনা Logo বিল্ডিংয়ের ভেতর থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় রাজমিস্ত্রির লাশ উদ্ধার Logo কিশোরীকে ৫ মাস আটকে রেখে ধর্ষণ,গ্রেপ্তার-১ Logo ৩বছর এগ্রিমেন্টে কমার্শিয়াল প্রপাটি ভাড়া নিয়ে জোর পূর্বকদখল করে রাখে মানস রায়প্রপাইটি মালিক রিতেন মাদগাড়িয়াকে হত্যার চেষ্টায় মাথা ফাটিয়ে দিলে দীর্ঘ বছর নিজের প্রপাইটি নিয়ে উচ্ছেদ মামলা করে আদালতের রায়ে পুলিশ প্রশাসন নিয়ে উচ্ছেদ করে দখল বুজে নেন মালিক। Logo দূর্গম চৌহালীতে পুষ্টি সুবিধা বঞ্চিত ২২ হাজার শিশু শিক্ষার্থী

ইসকন আয়োজিত, কলকাতার রথযাত্রা ৫৩ তম বর্ষে পদার্পণ করল

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৮, ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ণ
  • ১৮০ ০৯ বার দেখা হয়েছে

 

ইসকন আয়োজিত, কলকাতার রথযাত্রা ৫৩ তম বর্ষে পদার্পণ করল

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

আজ ৭ই জুলাই রবিবার, রথের শুভ সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডোনা গাঙ্গুলীর নিত্য পরিবেশনের পর, আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন এবং প্রদীপ জেলে আরতীর মধ্য দিয়ে দেশবাসীর মঙ্গলে প্রার্থনা জানান,

শুধু তাই নয় এর সাথে সাথে তিনি আরো দুটি শুভ সূচনা করলেন, ভার্চুয়াল এর মাধ্যমে আলিপুরদুয়ারের একটি জগন্নাথ মন্দির তিনি শুভ উন্মোচন করলেন এবং কলকাতা একটি পার্কেরও শুভ উদ্বোধন করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভ সূচনা আগেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়, এবং ভক্তদের মন কিছুটা মিলান হলেও, আনন্দ এতোটুকু কমেনি, সবার মুখে একটাই নাম জয় জগন্নাথ ,জয় বলরাম ,জয় সুভদ্র।

দেশ দেশান্তর থেকে অগণিত ভক্ত এসে জমা হয়েছে মন্দিরের সামনে ও রাতের সামনে, বাজনা তালে তালে ও গানের তালে তালে তারা নিত্য করতে থাকেন দুহাত তুলে। প্রচন্ড বৃষ্টির ফলে, রাস্তায় জল জমে যায় এবং রথের রশ্মিতে টান দিতে দেরি হয়, বৃষ্টি থামার কিছুক্ষণ পরেই, ভক্তদের জয়ধ্বনি ও উলুর মধ্য দিয়ে রথের চাকা গড়াতে শুরু করে, জগন্নাথ বলরাম সুভদ্রা কে নিয়ে রওনা দেয়, বিভিন্ন পথ দিয়ে রবীন্দ্রসদন, ময়দান পার্ক স্টীট হয়ে পৌঁছাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ,যেখানে সাতটা দিন থাকবে এই রথ, চলবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং ভোগ বিতরণের পালা, এই মেলা চলবে ৮ই জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত। প্রতিদিন ভক্তদের জন্য দেখার সুযোগ থাকবে বিকেল 4:30 থেকে রাত্রি আটটা।

প্রচন্ড বৃষ্টির কারণে এবং জগন্নাথের রথের চাকায় গলযোগ দেখায় রথ বেশ কিছুক্ষণ আটকে যায় মন্দিরের কাছাকাছি, ভক্তবৃন্দরা অধীর আগ্রহে পাঁচ টিটের মোরে অপেক্ষা করতে থাকেন কখন রথ আসবে , এদিকে প্রচন্ড বৃষ্টির ফলে মেলা প্রাঙ্গণ জলে জলময়, যেখানে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা রথ রাখা হয় সেই মাঠে জল জমে রয়েছে।

ভক্তরা নির্দিষ্ট জায়গার মধ্য দিয়ে কোনভাবে যাতায়াত করছেন, প্রশাসনের তরফ থেকে জানা যায়, কিছু গণযোগের কারণে রথ মেলায় প্রবেশ করতে সময় লাগবে।, এদিকে যতই জল জমুক না কেন ভক্তরা প্রভুর ভোগ খাওয়ার জন্য বিশাল লাইনে দাঁড়িয়ে। ভোগ খেয়ে প্রভুকে দর্শন করে, তবেই তারা বাড়ি রওনা হবেন বলে জানালেন।

মাঝে মাঝে মাইকিং করে ভক্তদের উদ্দেশ্যে জানায়, আপনাদের সহযোগিতায় জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতি বছর আপনাদের সাথে নিয়ে পরিক্রমা করে, উনি সবাইকে নিয়ে বেড়াতে ভালোবাসেন, উনার কৃপায় আজ আপনারা এক জায়গায় মিলিত হয়েছেন। উনি আপনাদের রক্ষা করবেন। শুধু ইসকন নয় একইভাবে পালিত হচ্ছে সারাদেশে রথযাত্রা উৎসব, সাথে সাথে সকল ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও প্রার্থনা জানালেন, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell