একদিকে আন্তর্জাতিক নারী দিবস অন্যদিকে শিব রাত্রি উৎসব-ফল ও ফুলের বাজারে দাম আগুন
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো”
আজ ৮ই মার্চ শুক্রবার, একদিকে যেমন সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, তেমনি অন্য দিকে নারীদের শিব রাত্রি ব্রত পালন, শিব রাত্রি উৎসব পালিত হচ্ছে সারা দেশে ,
অলিতে গলিতে, শিবের মন্দিরে মন্দিরে। সকাল থেকেই একদিকে চলছে মন্দির সাজানোর কাজ,এবং শিব দূর্গা কে সাজানো,অন্যদিকে মন্দিরে মন্দিরে ভোগের আয়োজন, কোথাও কোথাও আলোতে সেজে উঠেছে মন্দির গুলোন।
রাত ৮ টা বাজলেই এই মন্দির গুলিতে পূজো দেওয়ার জন্য ভীর জমাবে মহিলারা , শিবের কাছে তাদের বর চাওয়া ও কমনা পূরণে। আর একদিকে দেখা গেল ফল ও ফুলের বাজারে দাম আগুন।
একটি গাঁদা ফুলের মালার দাম ২৫ টাকা থেকে ৩০ টাকা, ডাব ৩০ টাকা থেকে ৫০ টাকা, আকন্দ মালা ১৫ থেকে ২০ টাকা, ধুতরা ফল ও ফুল ৫ টাকা পিস, আপেল ১৫০ টাকা থেকে ১৮০ টাকা, পেয়ারা ১০০ থেকে ১২০ টাকা, কলা ৭০ টাকা ৮০ টাকা বোন,
আঙুর ১০০ থেকে ১২০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা , বেদানা ২০০ টাকা পার কেজি, মহিলারা পূজার বাজার করতে এসে বিপাকে পরছেন, যে ভাবে জিনিসের দাম বেড়েছে, কিন্তু শিব কে সন্তূষ্ট করতে গিয়ে যতটা না করলে নয় , সেই মতো কিনে ফিরছেন সবাই। কারণ সবাই আজ শিবের ব্রত পালন করবেন।