অনেক সংগ্রামের পর এবং সাধারণ মানুষের গণ দাবির পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসন একমত হয়েছেন ফুটপাত হকার মুক্ত করতে।আল্লাহর অশেষ রহমত এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সদইচ্ছা আর প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ শহর এখন হকার মুক্ত।এর ফলে শহর যানজটমুক্ত এবং সুফল নগরবাসী পেতে শুরু করেছে।অবশ্যই আমরা নগরবাসী কৃতজ্ঞতা স্বীকার করছি এই মহতী উদ্যোগ সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি।
এখন বিশেষ করে বঙ্গবন্ধু সড়কের পূর্ব এবং পশ্চিম দিকের ফুটপাত অনেক প্রশস্ত নারায়ণগঞ্জ শহরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য নগরীতে জায়গা খালি থাকলে মহাবিপদ।তাই এই স্বাচ্ছন্দ্য এবং নগরীর সৌন্দর্য ধরে রাখার জন্য শেখ রাসেল পার্কের প্রবেশ মুখের আদলে লোহার অ্যাঙ্গেল বাগান বিলাস, গেট ফুল প্রভৃতি লতা ফুল গাছ দিয়ে অতি সহজে এবং অল্প খরচে ফুটপাত গুলি সাজানো যায়। বিশেষ করে ইসলাম সুপার মার্কেট,পপুলারের সামনে, ডাচ বাংলা ব্যাংকের সামনে, সাধু পৌলের গির্জার সামনে কিছু ছোট ছোট জলধারা ঝরনা স্থাপন করা যেতে পারে।তাহলেই জনসচেতনতা আরো বাড়বে মানুষ অটোরিক্সায় না চড়েও নিরাপদে সুন্দর পরিবেশে হাঁটায় অভ্যাস্ত হবে।