আজ ২৬শে সেপ্টেম্বর মঙ্গলবার, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে ওয়েস্ট বেঙ্গল প্রদেশ ইউথ কংগ্রেস, আজ কলকাতা কর্পোরেশন ঘেরাও অভিযান করলেন। ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে, পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর ব্যর্থতার কারণে, এবং ফিরাদ হাকিম ও তৃণমূল সরকারকে ধিক্কার জানালেন দুপুর দুটো থেকে আড়াইটার সময়, ৪০ থেকে ৪৫ জন প্রদেশ কংগ্রেসের সদস্যরা একটি মিছিল করে মশারি গায়ে দিয়ে যখন কর্পোরেশনের দিকে এগিয়ে যান, ঠিক কর্পোরেশনের আগে পুলিশ আগে থেকেই ব্যারিকেট করে দেয়।
এবং কংগ্রেস কর্মীদের আটকে দেয়।, তারা পুলিশ অফিসারদের বলেন আমরা আজ ডেপুটেশন দিয়ে তবে যাব,, যদি আমাদিগে যেতে না দেন তাহলে আমরা ব্যারিকেড ভেঙ্গে ঢুকতে বাধ্য হবো, আমরা আগে থেকেই ফিরাদ হাকিম কে ফোন করে জানিয়েছিলাম ,দুটো থেকে আড়াইটার মধ্যে আমরা ডেপুটেশন দিতে আসব, কিন্তু উনি কেন আসলেন না তার জবাব চাই, ভয় পেয়ে এলেন না, তারপর অফিসারদের সাথে কয়েকজন কথা বলার পর অফিসাররা তাদেরকে ডেপুটেশন দেয়ার অনুমতি দেন এবং পাঁচজনের একটি প্রতিনিধি দল মেয়রের ঘরে স্লোগান দিতে দিতে যায় পাঁচ জন প্রতিনিধির মধ্যে ছিলেন আখি গুলজার সহ অন্যান্যরা, মেয়র অফিসে না থাকায় তার প্রতিনিধিকে ডেকোরেশন জমা দিয়ে বেরিয়ে আসেন এবং দেশে ডেঙ্গু ও ম্যালেরিয়া ব্যর্থতার কারণ তুলে ধরেন, ইউথ কংগ্রেসের সদস্যরা বলেন এখনো পর্যন্ত ৩০ হাজার ডেঙ্গুতি আক্রান্ত হসপিটালে বেড পাচ্ছে না অথচ পৌরসভার মেয়র চুপ করে বসে আছেন।,
যেখানে এদেশের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেশের কথা না ভেবে অন্য দেশে গিয়ে মর্নিং ওয়ার্ক করছেন অথচ এখানে ডেঙ্গুতে ছোট ছোট শিশুদের প্রাণ যাচ্ছে তাও চেতনা ফিরছে না। আমরা এর ধিক্কার জানাই। যদি ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে সচেতন না হয়, মানুষকে যদি এইভাবে মরতে হয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের নামবো, তাই আমরা আজ ডেপুটেশন দিয়ে সাবধান করে গেলাম, কর্পোরেশনে বসে যিনি লক্ষ্য রাখতে পারেন না, তার মেয়র পদে থাকা উচিত নয়।, যিনি সবার হত্যা কর্তা, তাহার উচিত বাড়িতে না বসে এলাকায় এলাকায় গিয়ে দেখা, তাই আজ আমরা মশারি গায়ে দিয়ে প্রতিবাদ জানিয়ে গেলাম ।