নগর সংবাদ।।কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে নয়ন গ্রুপের সাত সদস্যকে আটক করেছে র্যাব-১৫ এর একটি দল।এ সময় তাদের কাছ থেকে চারটি ছোরা, একটি খুর এবং একটি লোহার শিকল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোররাত ২টার দিকে সুগন্ধা পয়েন্টের প্রাসাদ প্যারাডাইসস্থ ঝাউবাগানের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ মীম হাসান ফাহিম (২৩), দক্ষিণ বাহারছড়ার কবরস্থান পাড়া এলাকার শফি আলমের ছেলে মোহাম্মদ সাইদুল আলম সানি (২০), উখিয়ার রাজাপালং ডেইল পাড়া এলাকার সৈয়দ নূর ছেলে মোহাম্মদ সোহেল (২০) (বর্তমানে তিনি কলাতলী বিকাশ বিল্ডিং এলাকায় বসবাস), পৌরসভার জিয়ানগর এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ নয়ন (১৭), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা বাংলাবাজার এলাকার বদিউল আলমের ছেলে মোহাম্মদ রিদুয়ান (১৭), পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মো. জুবায়ের ছেলে মোহাম্মদ ইমরান (১৫) এবং একই এলাকার মো. বেলাল এর ছেলে মো. শাওন (১৭)
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ আবু সালাম চৌধুরীর স্বাক্ষরিত তথ্য বিবরণীতে জানানো হয়, আটককৃতরা সবাই কিশোর গ্যাং নয়ন গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে সঙ্গবদ্ধ হয়ে চুরি, ছিনতাই, অপহরণসহ নানা অপরাধ করছে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কক্সবাজার মডেল থানায় সোপর্দ করা হয়েছে।