সোমবার ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:১৮
শিরোনামঃ
রাত পোহালেই ছট পুজো, টানা বৃষ্টির ফলে ক্রেতা ও বিক্রেতারা অস্বস্তিতে পড়লেন ও মাথায় হাত। জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশপত্র শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া যাবে-ঐকমত্য কমিশন। আগারগাও অবস্থিত নির্বাচন কমিশনের (ইসি) সামনে ককটেল বিস্ফোরণ চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর সাবেক স্ত্রী সামিরা সহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা ফুলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে-বংশপরস্পরায়”আয়োজনে টালিগঞ্জ বয়েজ ক্লাব। আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য দেশি-বিদেশি কোনো রকমের চাপ নেই -প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মেজর (অব.) মনজুর কাদের প্রেসক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্ট এর পরিচালনায় সেরা সেরা বাঙালি সম্মান ২০২৫। ৫০ তম বর্ষে পদার্পণ করলো “প্রগতি সংঘ” এবারে তাদের ভাবনা- শক্তি “রূপেন সংস্থিতা” জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকতে পারবেন-উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

কক্সবাজারে সী পার্ল-২ হোটেলে রোহিঙ্গা তরুণ-তরুণীর বিয়ের আয়োজন পুলিশের অভিযানে পণ্ড -৬৩ জন রোহিঙ্গা আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৫, ২০২৪, ২:২৮ পূর্বাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

কক্সবাজারে সী পার্ল-২ হোটেলে রোহিঙ্গা তরুণ-তরুণীর বিয়ের আয়োজন পুলিশের অভিযানে পণ্ড -৬৩ জন রোহিঙ্গা আটক

কক্সবাজারে দামি হোটেলে ঘটা করে আয়োজন করা রোহিঙ্গা তরুণ-তরুণীর বিয়ের আয়োজন পুলিশের অভিযানে পণ্ড হয়ে গেছে। আটক করা হয়েছে ৬৩ জন রোহিঙ্গাকে। জব্দ করা হয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ১৯টি পাসপোর্ট।

পর্যটন নগরীর সী পার্ল-১ ও সী পার্ল-২ হোটেলে রোববার ওই আয়োজনে হাজির হয়েছিলেন প্রায় হাজারও রোহিঙ্গা। তাদের জন্য ছিল বিশাল মেজবানের বন্দোবস্তও।

বিষয়টি জানতে পেরে বিকেলে কক্সবাজার সদর মডেল থানার একটি টিম হোটেল-মোটেল জোনের সী পার্ল-১ ও সী পার্ল-২ হোটেলে অভিযান চালায়। পুলিশ আসার খবরে অনেক রোহিঙ্গা পালিয়ে যায়। এ সময় আটক করা হয় নারী ও শিশুসহ ৬৩ জন রোহিঙ্গাকে। জব্দ করা হয় ১২টি অস্ট্রেলিয়ান ও ৭টি আমেরিকান পাসপোর্ট। তবে এক অস্ট্রেলিয়ান নাগরিককে ছেড়ে দেয়া হয়।

 

ক্যাম্প-১৯ থেকে আসা ফিরোজ আহমদ নামের এক রোহিঙ্গা জানান, চার নারীসহ মোট ১২ জন রোহিঙ্গাকে নিয়ে তিনি এখানে মেজবান খেতে এসেছিলেন। চেকপোস্টে কৌশলে নিরাপত্তাকর্মীদের ফাঁকি দেন তারা।

একই ক্যাম্পের রোহিঙ্গা নারী হাসিনা জানান, পরিবারের ৮জন সদস্যকে নিয়ে তিনি কক্সবাজার শহরে দাওয়াত খেতে এসেছেন। শহরে আসতে তেমন কোনো বাধার মুখে পড়তে হয়নি।

মহেশখালী কুতুবজোমের ছৈয়দুল আমিন ও ইমাম হোসেন এই বিয়ের আয়োজনে এসেছিলেন নামের ১৩ জন বাংলাদেশিকে নিয়ে। তারা জানান, তাদের ভাই অস্ট্রেলিয়া প্রবাসী। সেখানে তার সঙ্গে এক রোহিঙ্গা প্রবাসীর বন্ধুত্ব রয়েছে। সে সুবাধে তারা বিয়েতে আসেন।

 

স্থানীয়রা জানান, সকাল থেকে হোটেলে একটি বিয়ের রান্না চলছিল। দুপুর গড়াতেই শত শত মানুষ সেখানে হাজির হন। এ নিয়ে দিনজুড়ে জনমনে কানাঘুষা চলছিল যে বিয়ের দাওয়াত উপলক্ষে জড়ো হওয়া সবাই রোহিঙ্গা। অবশেষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই রহস্য উন্মোচন করেন।

কক্সবাজার নাগরিক আন্দোলনের সমন্বয়ক এইচ.এম নজরুল ইসলাম বলেন, ‘কক্সবাজার জুড়ে রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া নিয়ে স্থানীয়রা শঙ্কিত। নানা কৌশলে রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে।

 

‘ক্যাম্পে বিজিবি ও এপিবিএনের একাধিক চেকপোস্ট রয়েছে। এসব চেকপোস্ট ভেদ করে কিভাবে এতগুলো রোহিঙ্গা কক্সবাজার শহরে চলে এলো তা ভেবে দেখার বিষয়। এটি কক্সবাজারের জন্য অশনি সংকেত। রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া রোধে জরুরিভিত্তিতে সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ টাস্কফোর্স গঠন করা হোক।’

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাকিল হাসান বলেন, ‘রোহিঙ্গা তরুণ-তরুণীর বিয়ের খবর পেয়ে সী পার্ল হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ৬৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তীতে পদস্থ কর্মকর্তারা বিস্তারিত জানাবেন।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell