নগর সংবাদ।।কক্সবাজারের উখিয়া থেকে এক লাখ ৬০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। শনিবার (১১ জুন) দিনগত রাতে টেকনাফ সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- টেকনাফের উনচিপ্রাং এলাকার আমির হোসেনের ছেলে মো. মানিক (২৬), লম্বাবিল এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে শাহ আলম (৪৪), চাকমারকুল এলাকার নুর আহম্মদের ছেলে মো. জোবায়ের (২০), একই এলাকার মো. ইউনুছের ছেলে মোহাম্মদ শাহ (২১) ও উখিয়ার পালংখালী এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে শহীদুল ইসলাম বাবু (২০)।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব। এ সময় একটি টমটম তল্লাশি চালিয়ে এ ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়।
তিনি জানান, দীর্ঘদিন ধরে তারা মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।