নগর সংবাদ।।কনফেকশনারীতে সদাই বাকিতে না দেওয়ার সন্ত্রাসী হামলায় পিতাপুত্রসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত জখম
বন্দরে বাকীতে সদাই না দেওয়ার জের ধরে সন্ত্রাসী হামলায় পিতাপুত্রসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। সন্ত্রাসী হামলায় আহতরা হলো আক্তার হোসেন (৫৮) ও তার স্ত্রী মিলি বেগম (৪৫) ছোট ছেলে দোকানী শুভ (২৩) বড় ছেলে আরিফ (২৮)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ স্বল্পের চক এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত আরিফ হোসেন প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঘটনার ওই দিন দুপুরে মহিলাসহ ৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগের বাদী আহত আরিফ জানায়, আমার ছোট ভাই শুভ বন্দর স্বল্পের চক এলাকায় দীর্ঘ দিন ধরে কনফেকশনারী ব্যবসা করে আসছে। এ সুবাদে একই এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে বাবু মিয়া আমার ছোট ভাই শুভ কনফেকশনারীতে বাকিতে সদাই নিয়ে টাকা না দিয়ে আমার ভাইকে টাকা দেই দিচ্ছি বলে বিভিন্ন ভাবে তালবাহানা করে।
এর ধারাবাহিকতায় বুধবার বেলা সাড়ে ১১টায় দেনাদার বাবু মিয়া আমার ছোট ভাইয়ের কনফেকশনারীতে এসে আবারও বাকিতে সদাই নেওয়ার চেষ্টা করে। ওই সময় আমার ভাই বাকিতে সদাই দিবে না বরে জানালে ওই সময় সন্ত্রাসী বাবু ও তার ভাই ইমরান ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইয়ের বাম হাতের একটি রগ কেটে দেয়।
আমার ভাইয়ের চিৎকারের শব্দ পেয়ে আমিসহ আমার পিতামাতা দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় প্রতিপক্ষ জুম্মান ও তার স্ত্রী আখিঁ ও ইমরানের স্ত্রী অন্তরা বেগম আমাকে ও আমার পিতামাতাকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে ক্যাশ বাক্স থেকে নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।