কবিতা উৎসব 2025 ও মানবতার অগ্রদূত ধ্রুবজ্যোতি সম্মাননা প্রদান অনুষ্ঠান ।
“” সম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম, নগর টিভি “”
২৯ শে জুন ২০২৫ রবিবার সংহতি গ্রন্থাগার ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থার কবিতা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানের কর্ণধার ছিলেন এংকার প্রসেনজিৎ রাহা ও এংকার প্রিয়া রাহা রাজ্য ,
জেলায় এবং বিদেশে এংকারিং এর জন্য তারা প্রসিদ্ধ । প্রসেনজিৎ দা আর প্রিয়া দি কে সমস্ত মানুষ ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন।
তাদের এই স্কুলে ছোট ছোট শিশুরা কবিতা , সুর, ছন্দ, কথা শিখতে আসে ।
এবং আজকের ভালোবাসার অন্তহীন আড্ডা নিয়ে কবিতার সাথে কবিতার প্রিয় সকল মানুষদের মিলন বন্ধন ।
প্রদীপ উজ্জ্বলনে মাধ্যমে ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা ২৫ বছরে পদার্পণ করলেন এবং সকল অতিথিদের উপস্থিতিতে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,
অরূপ পাইন মহাশয়, শেখর কুমার কাঞ্জিলাল মহাশয়, স্বরূপানন্দ বিশ্বাস, অভিজিৎ নাথ চৌধুরী , সেলিম মুরারি বিশ্বাস, প্রদীপ কুমার ,তপন কুমার ঘোষ,
সোনার বাংলা ফাউন্ডেশন কর্ণধার সাবানা পারভীন, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অরূপ বিশ্বাস শেফালী ,সহেলী সাহা সহ অন্যান্য কর্মীবৃন্দ ও শিল্পী বৃন্দরা।
এরপর অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। একদিকে আজকে অনুষ্ঠানের সকল শিল্পীদের যেমন বরণ করে নেন তেমনি ভাবে সমস্ত স্টুডেন্টদের মাদের বরণ করে নিলেন।
সচরাচর সব জায়গায় মা কে বরণ করা দেখতে পাওয়া যায় না। প্রসেনজিৎ দা ও পিয়া দির মাধ্যমে এখানে মাদেরকে বরণ করা হলো
তেমনি সমগ্র অনুষ্ঠানটি সুন্দরময় হয়ে উঠেছিল কবি রবীন্দ্রনাথ এবং কবি নজরুলের কবিতা ,গান, নৃত্য এই সুন্দরময় অনুষ্ঠানে মঞ্চকে আলোকিত করে রেখেছিল সব অতিথি এবং এলাকার সকল সদস্য ও মহিলা বৃন্দরা।
সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে একটি কথাই উঠে আসে কবিগুরু রবীন্দ্রনাথ এবং কবি নজরুল সবসময় আমাদের মনে ও অন্তরে থাকে যার কবিতা ও গান সবার কন্ঠে ভেসে আসে,
এবং সকল শিল্পীদের একত্রিত ভাবে বেঁধে রেখেছে। শিল্পীরা নিজেদের কন্ঠে কবিতা পাঠ করলেন। আজ শিল্পীদের আমরা বরণ করে নিতে পেরে আমরা ধন্য তাদেরকে সম্মান দিতে পেরে।
এবং সকল মিডিয়া বন্ধুদের সম্মাননা করতে পেরে। আমরা গর্বিত এবং আনন্দিত আশা রাখি প্রতিবার এরকম সুন্দর প্রোগ্রাম আমরা সকলে মিলে গড়ে তুলতে পারব।
“” সম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম, নগর টিভি “”