কমিকভার্স ২০২৫: প্রযুক্তি, কল্পনা ও সৃজনশীলতার অসাধারণ মেলবন্ধন
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি, কলকাতা ব্যুরো””
গত ১৯ ও ২০ জুলাই ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (IEM)-এর চত্বরে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত কমিকভার্স ২০২৫—
একটি অনন্য উৎসব, যেখানে প্রযুক্তি, শিল্প, গেমিং ও কসপ্লে মিলিয়ে গড়ে উঠল এক অভূতপূর্ব অভিজ্ঞতা।
প্রথম দিন থেকেই দর্শনার্থীদের নজর কেড়েছিল এআই জেনারেটেড আর্ট কম্পিটিশন।
কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প সৃষ্টি করতে পারে—তার এক বিস্ময়কর প্রদর্শনী ছিল এটি।
প্রযুক্তি আর কল্পনার যুগলবন্দিতে অংশগ্রহণকারীরা এমন কিছু শিল্পকর্ম তুলে ধরেন
যা ভাবনার সীমা ছাড়িয়ে যায়। এর সঙ্গে ছিল অ্যানিমে আর্ট কনটেস্ট,
যেখানে তরুণ শিল্পীরা তাঁদের নিজস্ব শৈলীতে অ্যানিমে চরিত্রদের নতুন প্রাণ দিয়েছিলেন।
এই প্রতিযোগিতা যেন হয়ে উঠেছিল তরুণদের স্বপ্ন দেখার এক রঙিন মঞ্চ।
গেমিং প্রেমীদের জন্য ছিল গেমিং চ্যালেঞ্জ—টিমভিত্তিক ও সলো গেমিং টুর্নামেন্ট,
যেখানে প্রতিযোগিতার উত্তেজনা ছুঁয়ে গিয়েছিল চরমসীমা।
ভার্চুয়াল জগতের এই লড়াই যেন ক্যাম্পাসকেই রূপ দিয়েছিল এক গেমিং এরিনায়।
তবে কমিকভার্সের সবচেয়ে বড় আকর্ষণ ছিল কসপ্লে কার্নিভ্যাল।
নিজের প্রিয় চরিত্রে রূপান্তরিত হয়ে র্যাম্পে হাঁটা—শুধু একটি প্রতিযোগিতা নয়, যেন স্বপ্নপূরণের মুহূর্ত! বর্ণিল পোশাক, চরিত্রের সঙ্গে মিশে যাওয়া পারফর্মেন্স—সবকিছু মিলিয়ে দর্শকদের মুগ্ধ করেছিল
এই কার্নিভ্যাল। বৃষ্টির আশঙ্কা আর অজস্র চ্যালেঞ্জ পেরিয়ে, কমিকভার্স
২০২৫ প্রমাণ করল—যেখানে স্বপ্ন, সৃজনশীলতা আর দলবদ্ধ প্রচেষ্টা থাকে,
সেখানেই তৈরি হয় এক অনন্য অধ্যায়। IEM-এর ক্যাম্পাসজুড়ে এই দুইদিন ছিল কল্পনার এক বিশাল উৎসব,
যা নিঃসন্দেহে তরুণ প্রজন্মকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি, কলকাতা ব্যুরো””