কলকাতা গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় শুভ সূচনা হলো,, বাংলার নকশি কাঁথা প্রদর্শনী।
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় শুভ সূচনা হলো,, বাংলার নকশি কাঁথা প্রদর্শনী। আজ পাঁচই অক্টোবর 2023, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়, আজ শুভ সূচনা হল,
বাংলার নকশী কাঁথা প্রদর্শনী মন্ত্রী বীরবাহা হাঁসদার উপস্থিতিতে, এবং ফিতে কাটার মধ্য দিয়ে এই প্রদর্শনীর শুভ সূচনা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও বিভিন্ন জেলা থেকে আগত বেশ কয়েকজন কারিগরি শিল্পী এই মেলায় অংশগ্রহণ করেন
এবং তাদের হাতের কাজের বিভিন্ন শাড়ি জামা এই প্রদর্শনীতে তুলে ধরেন, মেলায় অংশগ্রহণ করেন বীরভূম, বর্ধমান ,দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলা থেকে মহিলারা, মহিলাদের সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজের জিনিস ও কাঁথা স্টিচের জিনিস এই মেলায় স্থান পায়।,
এবং কেতারা উদ্বোধনের সাথে সাথে ভিড় জমান মেলা প্রাঙ্গণে এবং তারা তাদের পছন্দের জিনিস দেখতে থাকেন ,কেউ কেউ সংগ্রহ করছেন। প্রদর্শনীতে আগত বিক্রেতারা জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের উদ্যোগ নেয়ায় আমরা খুশি, এবং পূজোর আগে এই ধরনের একটি প্রদর্শনী করে আমাদের উৎসাহিত করায় আমরা আনন্দিত।, তবে আমরা চেষ্টা করব আরো ভালো ভালো হাতের কাজ তৈরি করার, ক্রেতাদের পছন্দমত, আমরা প্রতিবছর কিছু না কিছু নিত্য নতুন জিনিস এই প্রদর্শনীতে নিয়ে আসি, এবারও আমরা দু একটা এনেছি ,তবে আগামী দিনে আরো বেশি করে আনার চেষ্টা করব।