কলকাতা বরানগর ছাত্র সম্মিলনী ,,, এবারের ভাবনা মৎস্য রূপে, এলেন অনন্যা।
nagarsangbad24
-
প্রকাশিত: অক্টোবর, ২৫, ২০২৩, ২:০৬ পূর্বাহ্ণ
-
১৩০ ০৯ বার দেখা হয়েছে
বরানগর ছাত্র সম্মিলনী ,,, এবারের ভাবনা মৎস্য রূপে, এলেন অনন্যা।
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
প্রতিবছরের ন্যায় এ বছরও যোগেন্দ্র বসাক রোড ও গোপাল লাল ঠাকুর রোডের অধিবাসীবৃন্দের সহযোগীতায় এবং বরানগর ছাত্র সম্মিলনীর পরিচালনায় এই দুর্গোৎসব এর আয়োজন হয়। এবার একটি নতুন ভাবনা ও পরিকল্পনা এনেছেন
,,মৎস্যরূপে এলেন অনন্যা।
দেশে যেভাবে ডেঙ্গুর উপদ্রব বেড়েছে ,মানুষকে সচেতন করতেই এবং ডেঙ্গু থেকে মানুষকে সাবধানতার বার্তা দিতেই এই ভাবনা আয়োজন, দর্শকদের মনে একটা আলাদা আলোড়ন সৃষ্টি করলো যারা এই প্রতিমা পরিদর্শন করেছে প্রতিবার বরানগর ছাত্র সম্মিলনী,
এমন কিছু ভাবনা নিয়ে আসে, যেখান থেকে বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হন, এবারও তারা কয়েকটি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন ভাবনা ও পরিকল্পনার জন্য, এবারও দৈনিক দুরন্ত বাংলা তরফ থেকে তারা সেরা ভাবনা হিসাবে পুরস্কৃত হয়েছেন, এই পুরস্কার তুলে দেন দৈনিক দুরন্ত বাংলা পত্রিকার, কর্ণধার শম্পা দাস,
ক্লাবের উদ্যোক্তরাও জানান আমরা আনন্দিত আমাদের ভাবনাকে বিবেচিত করায় এবং পুরস্কার তুলে দেওয়ায়
এই পুজোকে কেন্দ্র করেই বরানগর ছাত্র সম্মেলনে বিভিন্ন অনুষ্ঠান এমনকি সারা বছর তারা সামাজিক কাজও করে থাকেন, রক্তদান শিবির থেকে স্বাস্থ্য পরীক্ষা, দুস্থদের বস্ত্র বিতরণ ও বই খাতা পেন্সিল বিতরণ এমনকি পুজোতে ভোগ বিতরণ পর্যন্ত করে থাকেন,
দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম,পত্রিকার ,সম্পাদক,শম্পা দাস— দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো””জানান।
বরানগর ছাত্র সম্মিলনী যেভাবে ভাবনা কে সবার সামনে তুলে ধরেছেন এবং মানুষের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন আমি কৃতজ্ঞতা জানাই সেই সকল সদস্যদের এবং দর্শকদের উদ্দেশ্যে জানাই সবাই সচেতন হোন সচেতনতাই হবে আপনাদের বেঁচে থাকার পথ। এবং এলাকার সকল অধিবাসী বৃন্দদেরকেও ধন্যবাদ জানাই।
শম্পা দাস,সম্পাদক
দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
এ বিভাগের আরও খবর...