আজ ২৪ শে মার্চ রবিবার, ঠিক বিকেল চারটায়, গড়িয়াহাট ট্যাঙ্গুলার পার্কে , বসন্ত উৎসব কে কেন্দ্র করে ডাকঘর আয়োজিত ও নিবেদিত রবির বসন্ত এবং নৃত্যনাট্য শ্যামা অনুষ্ঠান। ও দুই দিনের মেলার আয়োজন, ২৩শে মার্চ ও ২৪ শে মার্চ. সুন্দর সুন্দর খাবারের স্টল থেকে শুরু করে জামা কাপড় ও গহনার সরঞ্জাম নিয়ে এই মেলায় উপস্থিত।
অনুষ্ঠানের শুভ সূচনায় পুরুলিয়ার ছৌ নৃত্য, এবং গণসঙ্গীতের মধ্যে দিয়ে বিভিন্ন নৃত্যনাট্য, সুন্দর একটি অনুষ্ঠান এর মধ্য দিয়ে ডাকঘর সদস্যদের ভরিয়ে তুললো, ভিন্ন জায়গা থেকে ছোট থেকে বড় নিত্য শিল্পীরা এবং তাদের শিক্ষকরা উপস্থিত হয়েছেন
এই অনুষ্ঠানে, তাদের নৃত্য একের পর এক পরিবেশন করছেন, কয়েকশো গুন মুগ্ধ ও সঙ্গীতপ্রেমী ও নৃত্য প্রেমী মানুষেরা উপস্থিত হয়েছেন, অনুষ্ঠানটি দেখার জন্য তাহার সাথে সাথে তাদের লোভনীয় সুস্বাদু খাবার খাওয়ার হিরিকো দেখা গেল,
ডাকঘরা আয়োজিত এই অনুষ্ঠান ১২ বছর ধরে একই ভাবে চলে আসছে, ২৩ শে মার্চ আরও একটি অনুষ্ঠান রেখেছিলেন ..তুলনা হীনা সিজন ৩ ..কে হবে সেরা সেরা, সাড়ে ছটা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেরার সেরা পুরস্কার হাতে তুলে দেন, সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে ডাক ঘর এর কর্ণধার বলেন,
আমরা বিগত ১২ বছর ধরে এই অনুষ্ঠান করে আসছি, এই প্রোগ্রামটি করতে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে, তবেই এতগুলি স্কুলকে সংযুক্ত করতে পেরেছি এবং তাদের ছেলে মেয়েদেরকে এই অনুষ্ঠানে আনতে পেরেছি,
শুধু অনুষ্ঠান করলেই হবে না, এটি এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের কাছে বিভিন্ন বার্তা পৌঁছাবে। এবং ছোট ছোট ছেলেমেয়েরা উৎসাহিত পাবে। তাই আজ বসন্ত উৎসবে সাথে সাথে ছোট ছোট ছেলেমেয়েদের নৃত্যের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করছি। যাহার গানের মধ্য দিয়ে ও নৃত্যের মধ্য দিয়ে বসন্ত সারাদেশে আন্দোলিত হয়। রবীন্দ্রনাথের গানের তালে তালে ও নৃত্যের তালে তালে রঙিন আবীরে সবাই রঙিন হয়ে ওঠে,