কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, এন-জেন (নেক্সট জেনারেশন) পোস্ট অফিসের শুভ সূচনা হলো।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”
২৪ শে ডিসেম্বর বুধবার, ঠিক দুপুর তিনটে, কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে , এন জেন কলকাতা বিশ্ববিদ্যালয় ডাকঘর যা পূর্বে কলকাতা বিশ্ববিদ্যালয় ডাকঘর নামে পরিচিত ছিল , আজ সেই পোস্ট অফিসের শুভ সূচনা হলো। এন জেন (নেক্সট জেনারেশন) পোস্ট অফিস।

এই পোস্ট অফিসের শুভ সূচনা হয় ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, কিছু না করলেন ডব্লিউবি সার্কেল এর প্রধান পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এবং গর্ভমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফটের অধ্যক্ষ সহ পোস্ট অফিসের অন্যান্য অতিথিগণ।

সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং উদ্বোধনী সংগীত গে য়ে ,তাহার সাথে সাথে একটি সুন্দর শ্রুতি নাটকের মধ্য দিয়ে সকলের মন ভরিয়ে তুলেন। সর্বশেষে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

এন জেন (নেক্সট জেনারেশন) ডাকঘর হল ভারত সরকারের ডাক বিভাগের একটি আধুনিক উদ্যোগ। যাহার লক্ষ্য হলো ঐতিহ্যবাহী ডাকঘর গুলিকে গ্রাহক কেন্দ্রিক প্রযুক্ত সক্ষম পরিষেবা কেন্দ্রে রূপান্তরিত করা, বিশেষ করে ডিজিটালভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রজন্মের যুব ও ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
আপগ্রেড করা এই ডাকঘরটিতে রয়েছে সম সাময়িক বিন্যাস, উন্নত গ্রাহক ইন্টারফেস, ডিজিটাল ব্যান্ডিং, শিক্ষার্থী এবং সাধারণ জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।আজকের শুভ সূচনার মধ্য দিয়ে, একটি পাস বই ও পার্সেল এর উন্মোচন করলেন এবং গ্রাহকদের সাথে নতুন বিনিময় হলো, গ্রাহকরাও খুশি।
পোস্টমাস্টার জেনারেল সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, ডিজিটাল যুগে, আমাদের পোস্ট অফিসের শাখা গুলি এবং আমাদের পোস্ট অফিসের কর্মীরা সুন্দর ভাবে পরিষেবা দিয়ে চলেছে, সাধারণ মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি, ডিজিটাল ও ইন্টারনেট যুগে গ্ৰাহকরা নিজেদের মোবাইল এর মাধ্যমে সমস্ত কিছু জানতে পারছেন এবং সমস্ত লেনদেন ও করতে পারছেন, একমাত্র এই ডাকঘর বিভাগ গ্রাম গঞ্জের ভেতরেও পরিষেবা দিতে পারে যেখানে ব্যাংকের লোকেরা পৌঁছাতে পারে না,
যাহার ফলে সাধারণ মানুষ পোস্ট অফিসে টাকা রাখার চেষ্টা করেন, সুরক্ষিত থাকার জন্য, পোস্ট অফিসের বিভিন্ন স্কিম রয়েছে, আরো একটি আনন্দের বিষয়, স্টুডেন্টদের পার্সেল এর উপর ৩ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি, স্টুডেন্টরা কোন পার্সেল পাঠালে তারা দশ পার্সেন্ট ছাড় পাবেন। যদি কোন গ্রাহকে বুঝতে অসুবিধে হয় অতি অবশ্যই আমাদের ডাক বিভাগে আসলে আমাদের প্রতিনিধিরা সহযোগিতার হাত বাড়াবেন। কেন্দ্রীয় সরকারের ডাকবিভাগে, বহু স্কিম রাখা হয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেটি করতে পারবেন। আপনাদের টাকা সুরক্ষা ও নিরাপদে থাকার জন্য।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”