সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:৪২
শিরোনামঃ
Logo নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবাকে হত্যা Logo স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে ৩২টি আইন, প্রেস কাউন্সিল একটি ব্যর্থ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে-গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ Logo ২০২৫ সালের পাঠ্যপুস্তক মুদ্রণে আগামী ২৫ মার্চ পর্যন্ত সময় প্রয়োজন। এর আগে পাঠ্যবই ছাপা শেষ করা সম্ভব নয়-মুদ্রণ শিল্প সমিতির ভাইস-চেয়ারম্যান জুনায়েদুল্লাহ আল মাহফুজ। Logo রাজধানীর মালিবাগ পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার-পুলিশের ধারণা থানা থেকে লুট হওয়া হতে পারে Logo বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু’ পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘যমুনা রেল সেতু’ Logo লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারীকে মারধর,সামাজিক যোগাযোগমাধ্যম ভিডিও ছড়ায় Logo রাঙ্গুনিয়া রাজানগরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত Logo ক্রন্দসী ডান্স একাডেমীর ২তম বাৎসরিক অনুষ্ঠান ২০২৪, রোটারী সদনে অনুষ্ঠিত Logo মঞ্চে পারফর্ম শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণ মিশিয়ে বাজিয়ে চলে গেলেন না ফেরার দেশে গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু Logo কলমাকান্দায় অভিযান চালিয়ে সাড়ে ৩৪ লাখ টাকার সুপারী জব্দ

কলকাতা সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে , মহা মিছিল ও শহীদ মিনারে মহাসমাবেশ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২০, ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ণ
  • ৮৭ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে , মহা মিছিল ও শহীদ মিনারে মহাসমাবেশ করলেন ।

শম্পা দাস,সম্পাদক,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ  ২৪ডটকম,,কলকাতা ব্যুরো

আজ ১৯শে জানুয়ারী শুক্রবার, ঠিক দুপুর বারোটায়, সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে, বিভিন্ন দাবী নিয়ে, সরকারি আন্দোলন কারীর শিক্ষক ও কর্মীরা আজ হাওড়া, শিয়ালদা, হাজরায় জমায়েত হয়ে, এক মহামিছিল ও শহীদ মিনারের সামনে মহাসমাবেশ করলেন। কয়েক হাজার শিক্ষক, শিক্ষিকা ও কর্মীরা এই মিছিলে পা মিলান এবং বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাতে থাকেন। মিছিল যখন শিয়ালদা থেকে শুরু হয় শান্তিপূর্ণভাবে ঠিক কলকাতা কর্পোরেশনে সামনে মিছিল আসলে তারা জানতে পারেন যে তাদের হাওড়া মিছিলটিকে আটকে দেওয়া হয়েছে। সাথে সালে সাথে সাথে ক্ষিপ্ত হয়ে তারা ধর্ম ঘিরে ফেলেন এবং সেখানে বসে পড়েন। তাদের একটাই কথা যতক্ষণ না প্রশাসন তাদের মিছিল ছাড়ছে তারা এই রাস্তা অবরোধ করে রাখবে একটাও সরবে না সেখানেই তারা রাস্তা ঘিরে বসে পড়েন, তাদের দাবী এ আই সি পি আই অনুযায়ী সকল বকেয়া প্রদান, সরকারি প্রতিষ্ঠানের সমস্ত শূন্য পদে স্বচ্ছ স্থায়ী নিয়োগ, যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ ও ডিটেলমেন্ট এবং প্রতিহিংসা মূলক বদলি প্রত্যাহার করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী পরিবারের কথা ভাবেন ছেলেদের কথা ভাবেন অথচ পড়াশোনা লাটে উঠছে সরকারি ডিপার্টমেন্টগুলিতে দুর্নীতিতে ভরে গেছে অথচ তিনি নাকি বলেছেন যে সরকারি লোকেরা ফাঁকি দিচ্ছে। এবং শনি ও রবিবার কাজ করতে হবে। অথচ সবার ভাষণে জানা গেল যে শনিবার দিন কাজের তাগিদে যখন নবান্নে যান মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে ছিলেন না যিনি মুখ্যমন্ত্রী তিনি যদি শনিবার নবান্নে না থাকেন তাহলে সরকারি লোকেরা কি করে শনিবার রবিবার কাজ করবে। এই কথা উঠে আসে আজকে সবাই এবং তিনি বলেছেন যে যারা বেশি আন্দোলনকে তীব্র করবেন তাদেরকে বহিষ্কার করবেন আজকের ভাষণে তারা চ্যালেঞ্জ যারা জানালেন ক্ষমতা থাকলে বহিষ্কার করে দেখান তার মধ্যে ছিলেন একজন বহিষ্কারপ্রাপ্ত শিক্ষক তিনিও এর তীব্র নিন্দা করলেন এবং তিনিও একজন বহিষ্কারপ্রাপ্ত। তাকে এই আন্দোলনের জন্যই বসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু দমেননি, তাই আজকে মঞ্চে উঠে তিনি জোরদার ঘোষণা করলেন আমার কি বহিষ্কার করা হয়েছে তো কি হয়েছে আমার মত আরও হাজার শিক্ষক রয়েছে সরকারি কর্মীরা আন্দোলন করছেন দেখতে চাই কতজনকে বহিষ্কার করতে পারেন, আর এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আমরাও দেখে নেব কিভাবে বহিষ্কার করতে পারে আমাদের ন্যায্য দাবি না পাওয়া পর্যন্ত এই যৌথ মঞ্চ আন্দোলন করে যাবে এবং আরতি ব্রো থেকে তীব্রতর হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কথামতো আজকে মিছিলে মুড়ি চপ ও চায়ের গ্লাস নিয়ে তারা আন্দোলন করলেন এবং সকলকে চপ মুড়ি চা খাইয়ে বুঝিয়ে দিলেন। আমাদের শিক্ষিত হয়ে কি করতে বলেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করে চাকরি না করে আমাদেরকে চপ মুড়ি বিক্রি করতে বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা ও কাজকর্ম কোথায় গিয়ে পৌঁছেছে , সকলকে প্রকল্প বানিয়ে প্রকল্পের প্রলোভন দেখিয়ে বোকা বানানোর চেষ্টা করছি সেটা আর হতে দেব না অবিলম্বে সরকারি ডিপার্টমেন্টে যত কিছু বাকি আছে শূন্যপদ পূরণে সেগুলি পূরণ করতে হবে এবং বকেয়া দিয়ে প্রদান করতে হবে। নচেৎ আমরা সমস্ত কাজ বন্ধ করে দিতে বাধ্য হব। দেখব সরকার কিভাবে দপ্তর গুলি চালাতে পারে, মঞ্চে দাঁড়িয়ে আইনজীবী কৌস্তব বাগচী বলেন , মাননীয় মুখ্যমন্ত্রী ভুল ভোগ করতে শুরু করেছেন, ক্ষমতা থাকলে আর একজনকে বহিষ্কার করে দেখাক, তিনি বিভিন্নভাবে আক্রমণ করলেন, তিনি জানান যে আইনের মধ্য দিয়ে আইন পাশ হয়েছে এবং যিনি পাস করছেন তিনি কি মূর্খ, না পড়তে জানে না যে এমনি এমনি পাস করে দিয়েছে তাই সবাইকে বলি আপনারা আন্দোলন থামাবেন না আন্দোলনকে আরও তীব্র করুন আমরা আছি দেখব কিভাবে এবং কতজনকে বহিষ্কার করে দিতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি উনি একজনকে বহিষ্কার করে দেখাক। মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক অনিরুদ্ধ ভট্টাচার্য, আইনজীবী কৌস্তব বাগচী, আইসিডিএস এর আসমা খাতুন, সুদীপ চাঁদ ,দেবাশীষ বিশ্বাস, পরিমল রায়, বিপুল বিশ্বাস, সঞ্জীব পাল ,সন্দীপ রায়, কিংশুক রঞ্জন সহ অন্যান্যরা। আজকের মঞ্চ থেকে তারা বলেন, যৌথ সংগ্রামী মঞ্চ থেমে থাকবে না, যতদিন না তাদের পাওনা এবং স্বচ্ছ নিয়োগ না হয়, অনিয়মিতদের নিয়মিত না করে, আজকের সভায় ও মিছিলে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন, আমরা কোথায় যেতে পারি, কি করতে পারি ,এতদিন শুধু কথা শুনে এসেছি ,এবারে আমরা আদায় করে নেব আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা। এর সাথে সাথেই তারা অনুশন করবেন বলে ঠিক করেছিলেন পরিকল্পনা করেছিলেন আপাতত সেটি পড়ে বিবেচনা করার আশ্বাস রেখেছেন। সারা পশ্চিমবঙ্গে শুধু খেলা-মেলা নিয়ে মেতে চলেছেন, আর দুর্নীতিতে ভরিয়ে রেখেছেন অথচ ন্যায্য পাওনা দিতে পারছেন না, দূরদূরান্ত থেকে শিক্ষক শিক্ষিকা অঙ্গনওয়াড়ি ও বিভিন্ন সরকারি কর্মচারীরা মিলিত হন। এবং আজকে সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানালেন এই মিছিল ও সভাকে সফল্ করার জন্য।

শম্পা দাস,সম্পাদক

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell