মেহের স্পোর্টিং ক্লাব আয়োজিত, দাওয়াত -ই- ইফতার -পার্টি অনুষ্ঠিত হলো। আজ ৩রা এপ্রিল বুধবার, ঠিক বিকেল পাঁচটায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, এবং মেহের স্পোটিং ক্লাব আয়োজিত ও জামির আহমেদের উদ্যোগে , ৬৪ নম্বর ওয়ার্ডে, ইউনাইটেড প্যালেস গোল্ড হোটেলে, একটি দাওয়াত -ই -ইফতার পার্টির আয়োজন হয়।
সর্ব ধর্মের মানুষ আজ এই দাওয়াত- ই- ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মেহের স্পোর্টিং ক্লাবের সেক্রেটারী জামীর আহমেদ সহ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্যরা। একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই দাওয়াত -ই- ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্কসার্কাস ময়দানে দাওয়াত ই ইফতার পার্টির আয়োজন করেন।
এরপর থেকেই প্রত্যেক মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তাদের নিজ নিজ স্থানে, এই দাওয়াত ই ইফতার পার্টির আয়োজন করছেন। আজ এই দাওয়াত – ই -ইফতার পার্টির অনুষ্ঠানের মধ্য দিয়ে বলেন, এটি প্রতিবছর আমরা পালন করে থাকি, বছরই একটি মাস আমরা মেনে চলি এবং সারাদিন প্রচুর কষ্ট হলেও এই নিয়ম আমরা পালন করে থাকি।
আর এই উপলক্ষেই আমরা ইফতার পার্টি করি।,যার অনুপ্রেরণায় আমরা এই সকল অনুষ্ঠান করতে পারি তিনি সবার প্রিয় আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে। এবং ধন্যবাদ জানাবো আমাদের এলাকার কাউন্সিলরকে যিনি সব সময় আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ।
যিনি একটা কথাই বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার, তাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই দাওয়াত ই ইফতার পার্টিতে সকলকে আমন্ত্রণ করি, এবং আমাদের ডাকে সবাই সাড়া দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হন। প্রতিদিন এই রমজান মাসে সারাদিন উপোস থাকার পর, আমরা বিকেলে নামাজ পড়ে তারপর আহার গ্রহণ করি , আজ একইভাবেই এই উৎসবটি পালন করলাম। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একে অপরের ভালোবাসা ও মেলবন্ধন তৈরি হলো। তাই উপস্থিত অতিথিদের আমরা আজ, ফলমূল পরোটা মাংস বিভিন্ন উপকরণ দিয়ে খাওয়ার আয়োজন করেছিলাম।