বৃহস্পতিবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:৪৯
শিরোনামঃ
রবীন্দ্র ওয়াকুয়া ভবনে সংশোধনাগার আবাসিকদের নিয়ে এক নৃত্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন-অনুষ্ঠানপরিচালনা করেন তুহিনা সেনগুপ্ত। জাফলংয়ে বেড়াতে এসে শুটার রিয়াজ গ্রেফতার কেশবপুর গ্রাম থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান প্রত্যাহার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক-বাংলাদেশের সত্ত্বাকে গড়ে তুলতে বাধা’নির্বাচন বানচাল করার সর্বোচ্চ চেষ্টা করবে’সতর্ক হতে হবে-প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে-অপু বিশ্বাস ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হাতিরঝিলে অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেফতার পুলিশ দিবস” উপলক্ষে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পরিচালনায়, শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হল কলকাতা নজরুল মঞ্চে।

কলকাতায় আজ৪৪ জন বীর যোদ্ধার স্বরনে, শহীদ দিবস পালিত

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৫, ২০২৩, ৮:৫১ পূর্বাহ্ণ
  • ১৮৬ ০৯ বার দেখা হয়েছে

রিপোর্টার ,কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।।কলকাতায় আজ ৪৪ জন বীর যোদ্ধার স্বরনে, শহীদ দিবস পালিত হল.

সেন্টাল আর্মড পুলিশ ফোর্সের প্রাক্তন কর্মচারী কল্যাণ সমিতি ও পরিব‌র্তন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে, বারাসত হেলাবটতলা নেতাজী স্ট্যাচু সংলগ্ন মঞ্চে, ৪৪ জন বীর যোদ্ধা প্রতি শ্রদ্ধা জানালেন ও শহীদবেদীতে একে একে ফুল দিয়ে সম্মান জানালেন। , সি আর পি এফ, সি আই এস এফ, আই টি বি পি, এস এস বি এবং আসাম ফোর্সের যে সকল বীর যোদ্ধারা 2019 এর জন্মু শ্রীনগরে নৃশংস ভাবে দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন ,আজ তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদেরকে ধন্য মনে করলেন, মঞ্চে উপস্থিত ছিলেন সি আর পি এফ কর্মচারী সমিতির সভাপতিএক্স কমান্ডো শ্রী সুজয় মণ্ডল,।

No description available.

উপস্থিত ছিলেন পরিবর্তন ট্রাস্টের সভাপতি অসীম পাল, উপস্থিত ছিলেন কৃষক আন্দোলনের নেতা এক্স বিএসএফ মনিদেব চতুর্বেদী, উপস্থিত ছিলেন মতুয়া মাতা সুমিতা পোদ্দার গুপ্তা, উপস্থিত ছিলেন সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট এক্স কমান্ডো সান্তনু মহাশয়। বরুণ বন্দ্যোপাধ্যায়, সিআরপি এফ এক্স অ্যাসিস্ট্যান্ট কমান্ডো গৌতম রায়। পরিবর্তনের পরিতোষ বাবু, মহাদেব দাস ,দিলীপ মজুমদার সমাজসেবী, অভয় ভট্টাচার্য এক্স সিআরপিএফ , চন্দন বিশ্বাস, দেবযানী ঘোষ পাল, প্রিয়া ভদ্রক, এবং ছোট ছোট খুদে বীরেরা, প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ও দেশাত্মবোধক গান গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং অতিথিদের ব্যাচ উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন, মঞ্চে উপবিষ্ট অতিথীরা বীর যোদ্ধাদের পরিবারের প্রতি সম্মান জানান এবং বলেন যারা দেশের জন্য প্রাণ দিয়েছে এবং দেশকে রক্ষা করতে গিয়ে চিরদিনের জন্য শহীদ হয়েছেন তাদেরকে কেউ মনে রাখে না, এবং যারা দেশের জন্য লড়াই করে সরকারের তরফ থেকে তাদের কোন সুযোগ সুবিধা থাকে না। এমনকি তাদের পরিবারের নাই তাদের জন্য পেনশন, নয় তাদের জন্য সুরক্ষা, তারা রাজনীতির প্রেক্ষাপটে যারা আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলেন সমস্ত কিছুকে নিয়ে চলছে রাজনীতি, কিন্তু যারা দেশকে রক্ষা করছে ,যারা দেশের জন্য লড়াই করছে, দেশের জন্য প্রাণ দিচ্ছে তাদের কথা না ভেবে তাদের পরিবারের কথা না ভেবে, তাদেরকে নিয়ে রাজনীতি করা শুরু করেছে,, তাই আজ এই মন যদি কি আমরা ঘোষণা করলাম, এখান থেকেই আমাদের চলা হবে শুরু আর যারা দেশের জন্য কাজ করছে তাদের জন্য আমরা লড়াই করব লড়াই করে তাদের অধিকার ফিরিয়ে আনব, এটাই আমাদের আজকের শপথ। তাতে যদি বীর যোদ্ধাদের মতো আমাদেরও প্রাণ যায় আমরা জানব সত্যকে জয় করতে গিয়ে প্রাণ গিয়েছে,….।

No description available.

আমাদের দাবী পুরাতন পেনশন স্কিম ওপিএস পুনরুদ্ধার,… পরিষেবাতে সিপিএস সেন্ট্রাল পুলিশ ক্যান্টিনে ফিফটি পার্সেন্ট জিএসটি রিবেট ,প্রতিরক্ষা কর্মীদের সিএসডি ক্যান্টিনে নিয়ম তৈরী করা’ সৈনিক কল্যাণ বোর্ডের আদলে, প্রতিটি জেলায় এই কল্যাণ বোর্ড গঠন করা/ প্রাক্তন সৈন্যদের মর্যাদা এবং প্রতিরক্ষা কর্মীদের লাইনে পুন নিযুক্ত, …। প্রতিরক্ষা লাইনে ও আর ও পি বাস্তবায়ন,… মহাপরিচালক ডিজি নিয়োগ.। প্রতিটি জেলায় অত্যন্ত একটি সিজিএইচএস ডিসপেনসারি স্থাপন করতে হবে। আরো বেশ কিছু দাবি মঞ্চে দাঁড়িয়ে একের পর এক বক্তব্যের মধ্যে তুলে ধরেন এবং বলেন যদি এই সকল দাবি না মেটায় এবং যারা দেশের জন্য লড়াই করছে তাদের দাবি পূর্ণ না হয় আমরা এই আন্দোলন আরো জোরদার করে , কিভাবে আদায় করে নিতে হয় আমরা তা জানি, আজ একদিকে ১৪ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইনস ডে ,যখন সারা ভারতবর্ষে ইয়ং ছেলে মেয়েরা আনন্দে উল্লাসিত অন্যদিকে বীর তাদের জন্য লড়াই, বীর যোদ্ধাদের প্রতি সম্মান জানালেন, ।। এবং জানালেন আমরা কোনদিনও এই বীর যোদ্ধাদের বললে চলবে না, যারা দেশের রক্ষা কর্তা তাদের স্মরণ করতেই হবে. তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলব আপনারা এগিয়ে আসুন ,সামিল হোন আমাদের সহিত.,

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell