আজ ১৪ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, ঠিক বিকেল পাঁচটায়, মাননীয় তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রী মাননীয় ইন্দ্রনীল সেন এই প্রদর্শনী শুভ সূচনা করেন, সুন্দর একটি কর্মশালার আয়োজন হয় ,মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র ,,,তথ্য সংস্কৃতি বিভাগের এর পরিচালনায়
এই সুন্দর একটি পুতুল শিল্প কর্মশালার ও প্রদর্শনীর আয়োজন করেন ,, এই কর্মশালা ও প্রদর্শনী চলবে ১৪ ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বর, দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে, এই প্রদর্শনীত ও কর্মশালায় অংশগ্রহণ করেন, বিভিন্ন জেলাও ডিস্ট্রিক্টের শিল্পীরা। পূর্ব বর্ধমান ,বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ,
পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম ও অন্যান্য জেলা থেকে, এবং এদের হাতের কাজের জিনিস তৈরি করে সামনে তুলে ধরছেন, সুন্দর সুন্দর মডেল তৈরি করে দর্শকদের মন জয় করছেন, কয়েকজন শিল্পী জানালেন, আমরা আনন্দিত মাননীয় মুখ্যমন্ত্রী এরকম একটি উদ্যোগ নেওয়ায়, এবং আমাদের পাশে থাকার জন্য,
আমরা কৃতজ্ঞ তথ্য সংস্কৃতি বিভাগের কাছেও। উনারা যদি আয়োজন না করতেন তাহলে আমরা এইভাবে দর্শকদের সামনে কোন কিছু তৈরি করে তুলে ধরতে পারতাম না। এই প্রদর্শনীতে শিল্পীরা সবার সামনে তৈরি করে তুলে ধরার চেষ্টা করছেন এবং সুন্দর সুন্দর মডেল এই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে, যে সকল দর্শক এই প্রদর্শনীতে আসছেন প্রবেশ করে দেখছেন তারা কেউ না কেউ কিছু কিনে তবেই বেরোচ্ছেন,
একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলছে শিশু সাহিত্য উৎসব ও বিজ্ঞান মেলা, আর অন্যদিকে আজ থেকে শুরু হলো এই কর্মশালা, রবীন্দ্র সদন থেকে শুরু করে নন্দন চত্ত্বর এবং গগনেন্দ্র কর্মশালা পর্যন্ত একটি সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবং দর্শক ও ছাত্রছাত্রীদের আনাগোনা চোখে পড়ার মতো