হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে, ব্যারাকপুর জেলে রাখি উৎসব পালিত হল ।
কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ ৩০ শে আগস্ট, সারাদেশে যখন রাখি উৎসব পালিত হচ্ছে সরকারের তরফ থেকে এবং বিভিন্ন সংস্থার উদ্যোগে ঠিক সেই সময়, সকাল ১১ টায়, হিউমান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতি বছরের ন্যায়, এই বৎসরও জেলার ও অফিসারদের উপস্থিতিতে,
ব্যারাকপুর জেলে কয়েদি দের হাতে রাখী পরিয়ে মিষ্টি মুখ করালেন, প্রায় ৩৫০ জনের মতো জেলবন্দি কয়েদিদের রাখী পড়ালেন ও মিষ্টি খাওয়ালেন, শুধু তাই নয় সকল অফিসারদেরও রাখী পরিয়ে মিষ্টিমুখ করালেন,। উপস্থিত ছিলেন, জেলার এবং অন্যান্য অফিসার সহ , হিউমান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়ার কর্ণধার চন্দ্র শেখর দে মহাশয়,
এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অশোক বর্মা, উপস্থিত ছিলেন সংগঠনের অর্জুন দাস, মিঠুন চক্রবর্তী ,মানস রায়,, রিপর্ণা গুহ মজুমদার ,শুস্নেহা দেবনাথ, সুশান্ত সরকার, সবিতা কর, রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা, । আজ বোনেদের হাতে রাখি পড়ে সকলেই খুশি, এবং এটি একটি নজির সৃষ্টি করলো, শুধু তাই নয় সকল বন্দি ভাইদের উৎস করলো, তারা আজকের দিনে বোনেদেরকে কাছে পেল, সংস্থার কর্ণদার চন্দ্রশেখর জানান, আমরা শুধু ব্যারাকপুর জেলের মধ্যেই রাখি বন্ধন উৎসব পালন করছি না