আজ ১৫ই অক্টোবর, রবিবার, ঠিক সকাল সাড়ে নয় টায় , এ আই টি টি এ পরিচালিত এবং জয়ন্ত দাসগুপ্ত ও রুমা দাসগুপ্তের উদ্যোগে, প্রিন্সেপ ঘাটে, প্রতি বছরের ন্যায় এই বছরও, ৭৭৭ মা দূর্গা লাইভ অনুষ্ঠানটি করলেন, এবং আলোরন সৃষ্টি করলেন,,,একটি র্যালীর মধ্য দিয়ে।
বিভিন্ন জেলা থেকে প্রায় সত্তর থেকে আশি জন অংশগ্রহণ কারী বোথ , বিভিন্ন দেবী রুপে তাদের প্রতিভা তুলে ধরে ছিলেন, কেউ কালী রুপে, কেউ ব্রম্ভা রপে , কেউ লক্ষ্মী রপে, আবার কেউ মহিষাসুর রপে,, আর সারা প্রিন্সেপ ঘাটে ,যেমন দর্শকদের ভীর দেখার জন্য প্রতিবারের মতো, তেমনি অংশ গ্ৰহনকারীর বাবা , মা ,বোনেদের উতসাহ আর কৌতূহল, চোখে পড়ার মতো, অংশগ্রহণ কারীরা বলেন,
আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাবো জয়ন্ত দাসগুপ্ত ও রূমা দাসগুপ্তা কে, যাহারা আমাদের এই রকম একটি প্লাটফর্ম দিয়েছেন, আর কৃতজ্ঞতা জানাবো যাহারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের রুপদান দিয়েছেন, আমরা গর্বিত, আর প্রতি বছর এই রকম অনুষ্ঠান করলে আমরা নিশ্চয় পাশে থাকবো, এর পরিপ্রেক্ষিতে উদ্যোক্তা জয়ন্ত দাসগুপ্ত ও রুমা দাসগুপ্ত জানালেন, এবারে আমাদের এই প্রোগাম অনেক দেরি হয়ে গেছে,
আমরা পূজোর অনেক আগেই এই অনুষ্ঠান করি, মাত্র একুশ দিন হাতে পেয়েছি আর থানা বারোদিন আগে অনুমতি দিয়েছে, ফলে অন্য বছরের মতো অনুষ্ঠানের আয়োজন করতে পারি না , তবে যে সকল অংশগ্রহণ কারী আমাদের ডাকে সারা দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তাদের কাছে কৃতজ্ঞ অনুষ্ঠান টিকে আলোকিত করার জন্য,
এবং দর্শকদের উৎসাহিত করার জন্য, আর কৃতজ্ঞ সকল প্রশাসনিক দপ্তরের কাছে, সহযোগিতার হাত বারিয়ে দেওয়ার জন্য, কৃতজ্ঞ মিডিয়া বন্ধুদের কাছে, এই অনুষ্ঠানটিকে সুন্দর ভাবে কভারেজ করে, সবার সামনে তুলে ধরার জন্য,, আগামী দিনে আরো করে করার চেষ্টা করবো, সবাই সহযোগিতা করলে ও পাশে থাকলে,, এর পর একটি সুন্দর একটি প্রসেশন এর মধ্য দিয়ে শেষ করেন, ও সার্টিফিকেট হাতে তুলে দেন প্রতিযোগিদের হাতে,