শুক্রবার ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৪
শিরোনামঃ
Logo রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান Logo নীলফামারীতে থাই ও ভিসা চক্রের সদস্যদের হাতে সাংবাদিক লাঞ্ছিত ও কোর্টে মামলা দায়ের Logo নানা চড়াই–উতরাই পেরিয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। Logo সেনকো গোল্ড এর পরিচালনায়, বার্ষিক আর্ট শিল্প প্রদর্শনীর শুভ সূচনা হতে চলেছে Logo আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ এর বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার Logo খানসামায় নবাগত ইউএনওর দায়িত্ব গ্রহণ Logo রংপুরে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ অধিদপ্তরের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা Logo মিরপুর ১০ নম্বরে মোটরসাইকেলের গ্যারেজে অগ্নিকাণ্ড Logo সৈয়দপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা Logo যুবদল নেতা মুশফিকুর রহমান “ফাহিম” দাঁড়িয়েছেন দুস্থ অসহায় মেহনতি মানুষের পাশে

কলকাতার দ‍্য পার্ক গ্যালাক্সী ব্যাংক কুইট হলে,৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2023 এর প্রেস কনফারেন্স

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২১, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ণ
  • ১৫৭ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

কলকাতার দ‍্য পার্ক গ্যালাক্সী ব্যাংক কুইট হলে,৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2023 এর প্রেস কনফারেন্স

রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়… কলকাতার দ্য পার্ক গ্যালাক্সী ব্যাংক কুইট হলে,, দুপুর আড়াইটায়,….। ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2023 এর প্রেস কনফারেন্স করলেন …, প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, পাবলিশার্স অফ বুক সেলার গিল্ডের সভাপতি সুধাংশু শেখর মহাশয়, এবং সাধারণ সম্পাদক ত্রিদিপ চ্যাটার্জী মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন তাপস সাহা, সুদীপ্ত দে, শুভঙ্কর দে ,যোগেশ বাবু সহ অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দরা, উপস্থিত ছিলেন পিয়ারলেস হসপিটাল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সি ই এস সির দায়িত্ব প্রাপ্ত অফিসারেরা, আজকের বিশেষ আলোচনার বিষয় ছিল ,মেলা প্রেমী ও বইপ্রেমীদের জন্য মেলা প্রাঙ্গণে কি কি সুযোগ-সুবিধা, এবং যাতায়াতের কি কি সুযোগ সুবিধা তাহার আলোচনা এবং যে সকল পাবলিশার্সরা অংশগ্রহণ করেছেন মেলায়, তাদের জন্য কি কি ব্যবস্থা নেয়া হয়েছে এবং তাদের সুযোগ-সুবিধা কি কি থাকবে এই নিয়েই ছিল আজকে মুখ্য বিষয় একে একে সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে সেগুলি তুলে ধরলেন।, এবারের মেলায় কি কি থাকছে তাহা বর্ণনাও করলেন, … আর মাত্র বইমেলা ন’দিন বাকি, মেলা প্রাঙ্গণে চলছে চূড়ান্ত ব্যস্ততা এবং কাজ শেষ করার পালা, এই বইমেলার শুভ সূচনা ৩০ শে জানুয়ারী দুপুর দুটোয় , এই মেলার শুভ সূচনা করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন spen এর মাননীয়া মন্ত্রী মারিয়া খোসে গালবেজ সালভাদর, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এছাড়া উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মাননীয় মন্ত্রীবর্গ এবং বাংলার কবি সাহিত্যিক ও গুণীজন, এই আন্তর্জাতিক বইমেলার বিশেষ উল্লেখ্যনীয় বিষয়….। মেলায় থাকছে ৭০০ ছোট বড় বইয়ের স্টল এবং দুশো লিটল ম্যাগাজিন, নটি তোরণ যার প্রতিটি দিয়েই মেলায় ঢোকা ও বেরোনো যাবে ,একটি তোরণ তার মধ্যে স্পেনের তোলে দা। গেটের আদলে, বাকি তোরনের মধ্যে আছে বিশ্ব বাংলা গেট এবং শতবর্ষ উপলক্ষে অগ্নিবীণা গেট, দ্বিশত জন্মবর্ষ উদযাপনে বইমেলার দুটি হল হচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত এবং প্যারীচরণ সরকারের নামে ম্যাগাজিন প্যাভিলিয়ন হবে, লেখক রমাপদ চৌধুরীর নামে, এবছর তার জন্মশত বর্ষ, থাকছে প্রেস কর্নার মৃনাল সেন ও তরুণ মজুমদারের নামে দুটি মুক্তমঞ্চ। বইমেলায় মানুষের যাতায়াতের সুবিধার্থে এবং বইপ্রেমীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর অতিরিক্ত বাস পরিষেবা দেবেন, এবং শিয়ালদা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু থাকবে বইমেলা পর্যন্ত, বিধান নগর পুলিশের সঙ্গে আলোচনাক্রমে প্রতিটি রুটে স্থির করা হবে নির্ধারিত অটো ভাড়া, পশ্চিমবঙ্গ সরকারের বন্ দপ্তর এগিয়ে এসেছে ২০২৩ বইমেলা কে পরিবেশবান্ধব সবুজ বইমেলা করে তোলার জন্য,, বইমেলায় থাকছে মেডিকেল সহায়তা কেন্দ্র ও অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান ,হেলথ পার্টনার পিয়ারলেস হসপিটাল, থাকছে সি এস সি সহতায় android app, পরিষেবা দেয়ার জন্য থাকছে, মেঘবেলা ব্রডব্যান্ড, আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সরাসরি ও যৌথভাবে অংশগ্রহণ করছে কুড়িটি দেশ, এই প্রথম অংশগ্রহণ করছে থাইল্যান্ড, প্রতি বছরের ন্যায় এ বছরেও সিএসসি লটারি আয়োজন করেছেন শুধু তাই নয় সিএসসির কাছে যে কোন বিষয় নিয়ে অভিযোগও জানাতে পারবেন, এছাড়াও লটারির মাধ্যমে ১৫ জন ভাগ্যবানকে এক হাজার টাকা করে, বুক গিফট কুপন দেবেন, বই কিনুন লাইব্রেরী জিতুন ….। এবারের মেলাতও থাকবে বই বাম্পার লটারি বেশ কয়েকজন ভাগ্যবান বিজেতা পাবেন ২৫ হাজার টাকার বুট গিফট কুপন, বইমেলার উদ্বোধন মঞ্চ থেকেই সিএসসি সৃষ্টি সম্মান ২০২৩ প্রদান করবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় কে, এছাড়াও বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসিয়াল ব্যাংকার, গ্রীন পার্টনার ন্যাশনাল জুট বোর্ড, এবং আই সি আই সি আই লোম্বার্ড, এছাড়া এই বইমেলা সরাসরি সম্প্রচার করা হবে সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইট এর মাধ্যমে এস এন ইউ টিভির মাধ্যমে, তাই যারা আসতে পারছে না এই বইমেলা দেখতে এবং উপভোগ করতে তারা সরাসরি আমাদের সম্প্রচারে চোখ রাখুন, আজ যারা বইপ্রেমী তাদের কাছে আমাদের আবেদন, এই কটা দিন আপনারা সবাই মিলে আসুন, বই কিনুন, আনন্দ উপভোগ করুন এবং যাহারা এই আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজন করেছেন, তাদেরকে সহযোগীতার হাত বাড়িয়ে দিন, যাহাতে আরো সুন্দরভাবে আগামী দিনে এই বই মেলাকে সুন্দর করে তুলতে পারে, নতুন কিছু করে দেখাতে পারে, এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন দেশের পাবলিশার্সরা নতুন নতুন বইয়ের সমারোহ নিয়ে আসতে পারে,। দুটি বছর কন্যার পর আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু উপহার দেওয়ার বইমেলার মাধ্যমে ,….।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell