এই বাই পাস রাস্তাটি খুবই ব্যাহাল অবস্থায় আছে যা অনেক দিন যাবৎ সংস্করন করা হয়না। প্রায় সময়েই যাত্রীরা এই রাস্তাটিতে দুর্ঘটনার শিকার হন। বৃহপতিবার দুপুর 12 টার দিকে একটি অটো রিকশা উল্টে যায় । রিকশাটিতে ছিল একজন বয়স্ক মহিলা যাত্রী । তারপর স্থানীয়রা ওই রিকশা থেকে আহত মহিলাকে বের করে আনেন এবং কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহত যাত্রীর সাথে কথা বলে জানা যায় , আজ বাজারে প্রচুর ঝানজট থাকায় সময় বাঁচাতেই ঝুঁকি থাকা সত্বেও তিনি এই রাস্তা দিয়ে যাত্রা শুরু করেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় , অনেক দিন যাবত এই রাস্তাটির এই অবস্থা । প্রায় সময়েই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হয় যাত্রীদের ।