শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৯
শিরোনামঃ
শেখ হাসিনার মতো যেন আর দৈত্য-দানব না হয় সেজন্য ‘হ্যাঁ’ ভোট দিতে বলছি-প্রেস সচিব শফিকুল আলম কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা আওয়ামী লীগ সরকারের আমলে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় চরম অবহেলা গাফিলতি করা হয় -ডা. এফ এম সিদ্দিকী। শহর আমার / রফিউর রাব্বি উত্তরার অগ্নিকাণ্ডের ঘটনায় এক পরিবারের ৬ জন নিহত শবে মেরাজের গুরুত্ব(লাইলাতুল মেরাজ) সরস্বতী প্রতিমার কাজে ব্যাস্ত কুমারটুলির মহিলা মৃৎশিল্পী থেকে অন্যান্য শিল্পীরা। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫  সমাপনী চৌহালীতে বিনামূল্যে ঁহাস বিতরণ  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৭, ২০২৬, ২:৪০ পূর্বাহ্ণ
  • ৬ ০৯ বার দেখা হয়েছে

কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””

 ১৬ই জানুয়ারি শুক্রবার, ‌ দত্ত বাগান মিল্ক কলোনীর সংযোগস্থলে, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত, ফুড ফেস্টিভ্যাল ২০২৬ এর শুভ সূচনা হলো

১৫ই জানুয়ারি ঠিক বিকেল সাড়ে চারটায় সকল অতিথি‌ ও স্বনামধন্য শিল্পীদের উপস্থিতিতে। এই মেলা চলবে ১৫ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত সকলের দেখার সুযোগ থাকছে। কোন রকম প্রবেশ মূল্য নাই। থাকছে দিন সংগীতানুষ্ঠান থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠান।

উপস্থিত ছিলেন সকলের প্রিয় মানুষ ও বিধায়ক শ্রী অতীন ঘোষ, বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি,

উপস্থিত ছিলেন কার্তিক চন্দ্র মান্না ও তিন নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতি দেবীকা চক্রবর্তী, প্রিয়দর্শিনী, সোহিনী গুহ রায়, অম্বরিস ভট্টাচার্য, রুক্মিনী মৈত্র, কৌশানী মুখার্জী, বনি সেনগুপ্ত সহ অন্যান্যরা এবং উপস্থিত ছিলেন গায়ক কেশব দে।

প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে এই ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা করেন, এরপর সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করেন।

ফুড ফেস্টিভ্যাল মানেই মুখরো চোখ আর জিভে জল আনা খাবার, পিঠে পুলি থেকে শুরু করে সমস্ত রকম খাবারের টল এই মেলায় আয়োজন আছে। আর শীতের মরশুমে কে না চায় এইরকম খাবার। তাই সকলেই একবার মুখের স্বাদ পাল্টে নিতে চায়। সপরিবারে মেলায় এসে তাহাদের পছন্দের খাবার কিনে খাওয়ার জন্য, রয়েছে রকমারি খাবারের আয়োজন।‌

সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে যানালেন, বেলগাছিয়া দত্ত বাগানে এই প্রথম এত সুন্দর একটি মেলার আয়োজন করলেন আমাদের এলাকার সবার প্রিয় মানুষ বিধায়ক অতীন ঘোষ।

, আগে কোনদিন হয়নি, আমরা কৃতজ্ঞ এরকম একটি মেলা উপহার পেয়ে, তাই
একটা কথাই বলবো – ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত যে এসে গেছে আর এই অঞ্চকে আলোকিত করে ফুটিয়ে তুলেছেন স্বনামধন্য শিল্পীরা।

দূর দুরান্ত থেকে পেটুকপ্রেমী এবং দর্শকরা ভীর জমাচ্ছেন মেলায়, আমরা আনন্দিত ও খুশি, সবাইকে এইরকম একটি উপহার দিতে পেরে, আশা করছি সকলে এই মেলাতে আরো সুন্দর করে তুলবেন আর এই মেলা উপলক্ষে থাকছে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। সনামধন্য শিল্পীরা মঞ্চ আলোকিত করবেন গানের মধ্য দিয়ে। বিভিন্ন জেলা থেকে খাবারের স্টল এই মেলায় অংশগ্রহণ করেছেন।

দর্শকরা ও পেটুক রসিকরা জানালেন, এরমধ্যে এরকম একটি ফুট মেলা না হলে জমে না, এইরকম একটি এলাকায় মেলা হওয়ায় আমরা খুশি, কারণ সচরাচর বাড়িতে সব রকম খাবার তো তৈরি করা সম্ভব নয়, তাই সবাই চায় একবার মুখের স্বাদ পাল্টে নিতে।

, সন্ধির খাবার কিনে খেয়ে, মেলায় যতরকম খাবার জিনিস পাওয়া যায়, কোনদিনই বাড়িতে তৈরি করা সম্ভব নয়। তাই সবাই মিলে একটা দিন আনন্দ উপভোগ করছি মেলায় এসে। যে যার পছন্দের জিনিস কিনে খাচ্ছি। আমাদের তরফ থেকে রইলো মেলার উদ্যোক্তাদের শুভেচ্ছা।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell