নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে রপ্তানিমুখী পোশাক কারখানা ক্রোনি অ্যাপারেলসে গ্যাসের বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হওয়ার ঘটনায় শ্রম মন্ত্রণালয় ও জেলা প্রশাসন থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা তদন্ত কমিটির সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসে বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মামুনুর রশিদ, ফায়ার সার্ভিসের জেলা উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ, তিতাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক মো. মুশিউর রহমান ও জেলা কলকারখানা অধিদপ্তরের পরিদর্শক সহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলা সদরের ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনয়নের হাটখোলা এলাকায় ক্রোনি অ্যাপারেলসে তিতাসের গ্যাস সংযোগস্থলে বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।