কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজার এলাকা থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কিশোরগঞ্জ র্যাব-১৪ ক্যাম্প এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বাজিতপুরের হিলচিয়া বাজার এলাকা নুরু ও পরানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট, ২২৭ টাকা ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই দু’জন দীর্ঘদিন ধরে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।