বুধবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৬
শিরোনামঃ
Logo রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালা যাত্রাবাড়ী থানা বিএনপির Logo কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা- দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে। Logo জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনকে পাসপোর্টের মূল ভিত্তি ধরে -পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন থাকছে না Logo আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে কর্মীকে আটক Logo যশোরের শার্শা উপজেলায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা Logo কৃষি জমির মাটি কাটার দায়ে ইট ভাটার মালিক পক্ষের ব্যক্তিকে লাখ টাকা জরিমানা Logo রাজধানীর ঢাকাসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের জ্ঞান ও বিদ্যার দেবী অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত Logo “অবকাঠামো সংকটে আরপিএন উচ্চ বিদ্যালয়”  দ্রুত ভবন নির্মাণের দাবি  শিক্ষার্থীদের Logo লক্ষ্মীপুরে ওয়ার্ড কমিটি দ্বন্দ্বে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ Logo দেশজুড়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুলিশকে।

কুমিল্লায় নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের প্রতিকৃতিতে লাগানো কালি মুছে ফেলা হলো-জেলা প্রশাসনের উদ্যোগে

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৩, ২০২৪, ৯:৩৪ পূর্বাহ্ণ
  • ৩৮ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

কুমিল্লায় নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের প্রতিকৃতিতে লাগানো কালি মুছে ফেলা হলো-জেলা প্রশাসনের উদ্যোগে

ঢাকা প্রতিনিধি।।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে নগরীর ঈদগাহ মোড় গোলচত্বরে তাদের প্রতিকৃতিতে লেপন করা কালি জেলা প্রশাসনের উদ্যোগে মুছে ফেলা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওইদিন বিকেলেই কিছু দুষ্কৃতকারী ঈদগাহ মোড় তাদের প্রতিকৃতে কালি লেপন করে দেয়।

খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হকের উদ্যোগে ঈদগাহ মোড়ে স্থাপিত গোলচত্বরে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম রূপকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, সংগীতজ্ঞ শচীন দেববর্মন, বার্ডের প্রতিষ্ঠাতা আখতার হামিদ খানসহ কুমিল্লার একাধিক কীর্তিমান মানুষের প্রতিকৃতি স্থাপন করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন দুর্বৃত্তরা নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের প্রতিকৃতিতে কালিমা লেপন করে বিকৃত করে দেয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রতিকৃতিতে লেপন করা কালি মুছতে গেলে বাসদের কুমিল্লা জেলার সমন্বয়ক নেতা আবদুর রাজ্জাকের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে ক্ষোভ প্রকাশ করেন কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সংগঠক ও কর্মীরা।

এ বিষয়ে বাসদের কুমিল্লা জেলার সমন্বয়ক নেতা আবদুর রাজ্জাক বলেন, ‘শিক্ষার অন্যতম অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানী। যিনি অসংখ্য স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদসহ বহু উপাসনালয়-হাসপাতাল নির্মাণ করেছেন। জমিদারির সম্পদ জনগণের মাঝে বিলীন করে দিয়েছেন। এই মহীয়সী নারীর ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের প্রতিকৃতির মুখে ঈদগা মাঠ ও শিল্পকলা একাডেমির সম্মুখে কে বা কারা কালিমা লেপন করেছিল। বিষয়টি ভাবতেই আমার খুব খারাপ লাগতো।’

তিনি অভিযোগ করেন, ‘মঙ্গলবার সাহস করে মুছতে গিয়েছিলাম। মোছা শুরু করলে জনৈক ব্যক্তি, সম্ভবত কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, সঙ্গে বেশকিছু দেহরক্ষী ছিলেন, তারা সেখানে থাকা লোকজনকে সরিয়ে দেন, পরে আমাকে নামিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করেন, বুকে-পিঠে লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরে পথচারীরা আমাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যান। আজ (বুধবার) জেলা প্রশাসনের উদ্যোগে কালি মুছে ফেলার খবর পেয়ে আমি আনন্দিত।’

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, ‘৫ আগস্ট বিকেলে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মুখে কালিমা লেপন করা হয়। মঙ্গলবার বাসদের কুমিল্লা জেলার সমন্বয়ক নেতা আবদুর রাজ্জাক কালি মুছতে গিয়ে হামলার শিকার হন। এটি অত্যন্ত দুঃখজনক। এরপর বিষয়টি আমাদের নজরে এলে বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালি পরিষ্কার করে দেওয়া হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, বাসদ নেতার ওপর হামলার ঘটনায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি জানার পর পুলিশ নিজ উদ্যোগে হামলাকারীদের গ্রেফতারে কাজ শুরু করেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আশা করি দ্রুত অভিযুক্তদের শনাক্ত করতে পারবো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell