মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। খানসামা থানা পুলিশের উদ্যোগে গরিব অসহায় দুস্থদের মাঝে শীতবস্তু বিতরণ। বাংলাদেশের ষড়ঋতুর মধ্যে শীত পঞ্চম ঋতু। প্রত্যেক ঋতু তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়। পৌষ এবং মাঘ মাসের প্রতিটি সকালে প্রচন্ড শীতের প্রভাব থাকে। কথায় আছে, মাঘ মাসের শীতে নাকি বাঘ কাঁপে। দেশের বিভিন্ন স্থানে জেঁকে বসেছে শীত। তীব্র শীতের প্রকোপে কাবু দেশের বর্তমান উত্তরাঞ্চল।
এ অঞ্চলের মানুষের শীতে নিদারুণ কষ্টটা পেতে শুরু করেছে। এই সময়ের মধ্যে কয়েকবার শৈত্যপ্রবাহ বয়ে যায়। যখন শৈত্যপ্রবাহ চলে, তখন জনজীবনে নেমে আসে দুর্ভোগ, বিশেষভাবে কষ্ট পায় শিশু ও বয়োবৃদ্ধরা। এ সময় খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবীরা পড়ে যায় বিপাকে। সেরকম নিম্ন আয়ের শ্রমজীবী গরীব দুঃখী অসহায় মানুষদের শীতের কষ্ট কিছুটা লাঘব করতে সোমবার ২৯ জানুয়ারি দুপুর ৩ টায় খানসামা থানা চত্বরে জেলা পুলিশ আয়োজনে ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন বাস্তবায়নে ২০০শত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে খানসামা থানা ওসি মোঃ মোজাহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সার্কেল অফিসার খোদাদাদ সুমন