মোঃ মাসুদ রানা, স্টাফ, রিপোর্টার দিনাজপুরের খানসামায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. কামরুজ্জামান সরকার। গতকাল রোববার (৫ জানুয়ারি) রাতে নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় নবাগত ইউএনওকে বরণ করে নেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. আশিক আহমেদ। তাকে বরণের সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নবাগত ইউএনও বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা। এর আগে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কর্মরত ছিলেন তিনি। বিসিএসে ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা