(১৯ জানুয়ারি) নির্বাচন ভবনে বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে তিনি একথা বলেন।
গণভোট নিয়ে সরকার থেকে অধ্যাদেশ জারির পর জানানো হবে-প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন
(১৯ জানুয়ারি) নির্বাচন ভবনে বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে তিনি একথা বলেন।
তিনি বলেন, গণভোটের কথা এসেছে। রেফারেন্ডাম… কীভাবে ভোট করব। আগে আইনটা হতে হবে। রেফারেন্ডামের একটা ল’; ওখানে বলা আছে, ঘোষণার মধ্যে, অর্ডারের মধ্যে একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজড করবে। প্রেসক্রাইব করে দেবে কী বিষয়ে গণভোট হবে, কীভাবে হবে ইত্যাদি। এগুলোর সব চিন্তা, এক্সারসাইজ শুরু করব আমরা ওই আইনটা হওয়ার পরে। এর আগে আমি জানি না, হোয়াট কোর্স ইট উইল টেক। আইনটার পরে করব।