মঙ্গলবার ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২:০৭
শিরোনামঃ
Logo সেনকো গোল্ড এর পরিচালনায়, বার্ষিক আর্ট শিল্প প্রদর্শনীর শুভ সূচনা হতে চলেছে Logo আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ এর বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার Logo খানসামায় নবাগত ইউএনওর দায়িত্ব গ্রহণ Logo রংপুরে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ অধিদপ্তরের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা Logo মিরপুর ১০ নম্বরে মোটরসাইকেলের গ্যারেজে অগ্নিকাণ্ড Logo সৈয়দপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা Logo যুবদল নেতা মুশফিকুর রহমান “ফাহিম” দাঁড়িয়েছেন দুস্থ অসহায় মেহনতি মানুষের পাশে Logo আধুনিক মানসম্মত শিক্ষা নিয়ে কাজ করবে রাঙ্গুনিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুল Logo সৈয়দপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা Logo আশা করি সামনের বছরগুলোতে আইন শাস্ত্রের ওপর বই লিখবেন-প্রধান বিচারপতি

গ্রাম আদালতেই গ্রাম্য সমস্যা সমাধান করে প্রশংসা কুড়িয়েছে চেয়ারম্যান–হাবিবুর রহমান

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৪, ২০২৫, ১:৪৮ পূর্বাহ্ণ
  • ২০ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

গ্রাম আদালতেই গ্রাম্য সমস্যা সমাধান করে প্রশংসা কুড়িয়েছে চেয়ারম্যান–হাবিবুর রহমান

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার।।

 

স্থানীয় বিচারব্যবস্থা শক্তিশালীকরণ ও তৃণমূল পর্যায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সব শ্রেণীর মানুষকে এ ব্যাপারে সচেতন করে হয়রানি ও আর্থিক ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে দেশে গ্রাম আদালত গঠনের উদ্যোগ নেয় স্থানীয় সরকার। স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২০০৬ সালে গ্রাম আদালত আইন পাস হয়। ২০১৭ সালের এপ্রিল মাস থেকে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নকৃত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) কার্যক্রম শুরু হয় । এই কার্যক্রমের অংশ হিসাবে সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলা ও ১১টি থানায় ৮৩টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণের কার্যক্রম চলমান। সেই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে গ্রামের মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হচ্ছে এই গ্রাম আদালতেই। ইউপি চেয়ারম্যান এবং দুজন মেম্বারসহ মোট পাঁচজন সদস্য নিয়ে এই গ্রাম আদালত গঠিত হয়। এছাড়াও বাদী-বিবাদীর প্রতিনিধি হিসেবে একজন করে গ্রাম্য প্রধান এ আদালতের সদস্য হিসেবে থাকেন। গ্রাম আদালত বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করা হয়। এই ইউনিয়নে গ্রাম আদালতের সক্রিয়তা অনুসন্ধানে জানা যায়, শুনানি করে বিচার নিষ্পত্তির দিক দিয়ে  উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন সল্প সময়ে সুনাম অর্জনে নেপথ্যে রয়েছেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু। বাল্য বিবাহরোধে প্রতিনিয়ত মনিটরিং, ডিজিটাল সেন্টারের মাধ্যমে ওয়ারিশান সনদপত্র, নাগরিক সনদপত্র, অভিভাবকের আয়ের সনদপত্র, জন্ম নিবন্ধন, হেল্প ডেক্সের মাধ্যমে জনগণকে সেবা সম্পর্কে অবগত ও সহায়তা করা, দরিদ্র নারীদের সহায়তার জন্য নিয়মিত সেলাই মেশিন বিতরণ, ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রনালয় থেকে বরাদ্দকৃত জিআর চাল, নগদ অর্থ, গৃহ নির্মাণের ঢেউটিন, শীতবস্ত্র, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, পুষ্টিকর খাবারসহ কৃতি ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করছেন। খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবলুর সভাপতিত্বে গত ৫ মাসে তার ইউনিয়নের জনগণের ২৫ টি ফৌজদারী ও দেওয়ানী মামলার সমস্যা সমাধান করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। যা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম সচল ভাবে পরিচালিত হওয়ায় সুফল পাচ্ছেন ইউনিয়নের সাধারণ মানুষ। ছোট খাটো বিরোধ নিরসনে জেলা-উপজেলার আদালতে আসার সংখ্যাও কমতে শুরু করেছে। বিদায়ী বছরে উপজেলার গ্রাম আদালতে নিষ্পত্তি হয়েছে অনেক মামলা। বিচারপদ্ধতি সহজ ও ভোগান্তি থাকায় উকিল মোক্তারের পরিবর্তে স্থানীয় জনপ্রতিনিধিদের ওপর আস্থা রাখছেন ইউনিয়নবাসী।  খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবলু বলেন, আমার দায়িত্ব আমলে  অল্প সময়ে-স্বল্প খরচে স্থানীয়ভাবে ছোট ছোট বিরোধ নিষ্পত্তি গ্রাম আদালতের মূল লক্ষ্য। তাইতো এ ইউনিয়নের সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে গ্রাম আদালত। এছাড়াও বিবাহ বিচ্ছেদের পর মেয়ের তিন মাসের খোরপোষ সমস্যা সমাধানে ব্যাপক সুনাম অর্জন করেছে স্থানীয় এই আদালত। প্রতি সোমবার ইউনিয়ন পরিষদের হল রুমে গ্রাম আদালত অনুষ্ঠিত হয়। এই আদালতে বাদী ও বিবাদী শব্দের পরিবর্তে ব্যবহৃত হয় আবেদনকারী ও প্রতিবাদী শব্দ দুটি। উভয় পক্ষের বক্তব্য ও সাক্ষ্য-প্রমাণাদির ভিত্তিতে গ্রাম আদালত শুনানির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইউনিয়নের প্রতিটি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহির জন্য ইউনিয়ন সমন্বয় কমিটি, ওয়ার্ড কমিটি গঠন করেছেন। গ্রাম আদালত গঠনের মাধ্যমে এলাকার সৃষ্ট বিরোধ মিমাংসা করে আসছি। এছাড়াও  বিভিন্ন গ্রামের চলাচলের রাস্তা পাকাকরণ, ড্রেন নির্মাণ, হাটের শেড, পাবলিক টয়লেট নির্মাণ করেছেন। যার সুফল ভোগ করছেন জনসাধারণ। সমাজের অবহেলিত প্রতিবন্ধী শিশুদের লেখাপড়ার জন্য অটিজম স্কুল স্থাপন করেছেন। উপজেলা সমন্বয় কর্মকর্তা মো, শহিদুল ইসলাম বলেন, ৫ নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ গ্ৰাম আদালত কোর্ট শেসন দিন ধার্য প্রতি সপ্তাহে সোমবার। ছেলে মেয়ে গ্ৰাম আদালতের বাহিরে সম্মতিতে খোলা তালাক করে ।মেয়ে গ্ৰাম আদালতে উপস্থিত হয়ে গ্ৰাম আদালতের আইন ২০০৬ সালে ও ২০২৪ সালের সংশোধনী আইন অনুযায়ী ডিভোর্স নারী তিন মাসের খোরপোষ আদায়ের জন্য মামলা দায়ের করে। মামলার ফিস মাএ ১০ টাকা ফৌজদারি।দেওয়ানি মামলার ফিস ২০ টাকা মাত্র। সুষ্ঠ ন্যায় বিচার পেতে হলে চলো যাই বাড়ির পাশে ইউনিয়ন পরিষদর গ্ৰাম আদালতে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell