সোমবার ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:২৬
শিরোনামঃ
Logo সিরাজগঞ্জ চৌহালীতে জিয়া মঞ্চের কমিটি গঠন Logo কুমিল্লায় আদালত প্রাঙ্গণে বাদীকে বেধড়ক পিটিয়ে আহত,দুজনকে আটক Logo মাদক কেনার টাকা জোগাড় করতে চলন্ত বাসে ডাকাতি,গ্রেফতার ৩ Logo নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা Logo ৫ম বিয়ে করার জন্য স্বামীকে কুপিয়ে হত্যা করলো স্ত্রী Logo ইউএনও ফজলে এলাহী ও মাদ্রাসা সুপার নুর আহম্মদের বিরুদ্ধে জনতার ‘মানববন্ধন’ Logo রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী মরমপাড়া ইউনিটের উদ্যোগে তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গুনিয়ায় কর্মী সম্মেলনে অধ্যক্ষ আমিরুজ্জামানকে জামায়াতের প্রার্থী ঘোষণা Logo ২১শে প্রভাত ফেরীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র কল্যাণ সমিতির বিনম্র শ্রদ্ধা Logo নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, পশ্চিমবঙ্গ সরকারের হর্টি ফুড ফেস্টিভ্যাল ২০২৫ সমাপ্তি।

চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৭, ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ণ
  • ১৮২ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোঃরিয়াজ উদ্দিন চট্টগ্রাম।

চট্টগ্রামের বায়েজিদ থানা সংলগ্ন স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজের মাঠে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগরের নিজ কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মোঃ জহরুল ইসলাম রেজার সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজুল ইসলাম,সাবেক সংসদ সদস্য,চেয়ারম্যানের শিল্পবিষয়ক উপদেষ্টা, জাতীয় পার্টি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান,জাতীয় পার্টি,আহবায়ক জাতীয় পার্টি চট্টগ্রাম উত্তর জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শফিকুল আলম চৌধুরী,সদস্য জাতীয় পার্টি,সদস্য সচিব,জাতীয় পার্টি,চট্টগ্রাম উত্তর জেলা। বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পা‌র্টি, কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য  ও চট্টগ্রাম উত্তর জেলার সদস‌্য স‌চিব স‌ফিক উল আলম চৌধুরী, কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য হাজী শওকত আকবর,চট্টগ্রাম ঊত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মেজবাহ উ‌দ্দিন আকবর,জাতীয় যুব জাতীয় যুব সংহ‌তি চট্টগ্রাম ঊত্তর জেলা আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস‌্য স‌চিব  মুসা তালুকদার, জাতীয় ম‌হিলা পা‌র্টি সাংগঠ‌নিক সম্পাদক ও জাতীয় স্বেচ্ছা‌সেবক পা‌র্টি, চট্টগ্রাম মহানগ‌রের ম‌হিলা বিষয়ক সম্পা‌দিকা কাজী প্রিয়া আক্তার মুক্তা, নগর তরুণ পা‌র্টি সাধারণ সম্পাদক ওসমান গ‌ণি, নগর জাতীয় স্বেচ্ছা‌সেবক পা‌র্টির  যুগ্ম আহ্বায়ক এম আজগর আলী, সফিউল আলম শ‌ফি, আবদুর রব, মোঃ মাঈন, শ‌ফি,যুব নেতা কামাল উ‌দ্দিন মাসুদ, মোঃ রন্জু অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,১৯৮৩ সালে এই দিনে সাবেক সফল রাষ্ট্রনায়ক এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বেচ্ছাশ্রম, অর্থনৈতিক মুক্তি ও ইসলামি মূল্যবোধ শ্লোগানে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি প্রতিষ্ঠা করেন। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সব সময় জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে কাজ ক‌রে যা‌চ্ছে।আজ বিশ্ব প‌রি‌স্থি‌তি সংকটাময়, এমন সংকটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিলেন। আজ সাধারণ মানুষ বাজার কর‌তে গে‌লে মানুষ কান্না ক‌রে খা‌লি হা‌তে ফি‌রে আ‌সে, মানু‌ষের আ‌য়ের চে‌য়ে ব‌্যয় বে‌ড়ে গিয়েছে, ভোট বিহীন অ‌বৈধ সরকারের কিছু নেতা ও আমলারা দেশটা‌কে লুটপাট ক‌রে খা‌চ্ছে, সাধারণ মানু‌ষের মে‌ৗ‌লিক অ‌ধিকার নাই, মানুষ ভোট টা পর্যন্ত দি‌তে পা‌রে না, জনগ‌ণের সকল মৌ‌লিক অ‌ধিকার ফি‌রি‌য়ে দি‌তে ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন কর‌তে ‌জাতীয় স্বেচ্ছা‌সেবক পা‌র্টি সবর্দা সাধারণ মানুষ‌কে নি‌য়ে কাজ ক‌রে যা‌চ্ছে। বর্তমা‌ন দে‌শে সংকট ও অ‌স্থিরতা তৈ‌রি হ‌য়ে‌ছে এর থে‌কে উত্তর‌ণের জন‌্য ও দে‌শের মানুষ‌কে শা‌ন্তি ফি‌রি‌য়ে দি‌তে আগামী দি‌নে জাতীয় পা‌র্টি সরকার গঠ‌নের বিকল্প নাই, আগামী নির্বাচ‌নে জাতীয় পা‌র্টি ৩০০ আস‌নে প্রার্থী দিবেন। পল্লীবন্ধুর ৯ বৎসরে শাসনামল ছিল দেশ ও জা‌তির জন‌্য সোনালী যুগ, সল্প বা‌জেট দি‌য়ে দেশ ও জা‌তির জন‌্য যে অবকাঠা‌মো ও অন‌্যান‌্য উন্নয়ন ক‌রে‌ছেন তা অ‌বিস্মরণীয় হ‌য়ে‌ থাক‌বে,তি‌নি উপ‌জেলা পদ্ধ‌তির মাধ‌্যমে প্রত্যেক নাগ‌রি‌কের অ‌ধিকার বাস্তবায়ন ক‌রে‌ছি‌লেন। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা ক‌রে‌ছি‌লেন, শুক্রবারকে সক‌লের জন‌্য সাপ্তা‌হিক ছু‌টি‌ ঘোষণা ক‌রে‌ছি‌লেন। প্রত্যেক ধর্মের উপসনাল‌য়ের বিল মওকুফ ক‌রে‌ছি‌লেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell