চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ৫নং ওয়ার্ডের বুদুরুজ মেহের বাড়ীর বেলাল উদ্দীন নামের জনৈক ব্যক্তির নির্মাণাধীন পাকা গৃহের গভীর রাতে একটি দুস্কৃতিকারী দল বাউন্ডারী ওয়াল ভাংচুর চালিয়ে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বেলাল উদ্দীন বাদী হয়ে গোলামুর রহমান, কলিমুর রহমান ও আজগর সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে গতকাল (সোমবার) পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বেলাল উদ্দীন বুদরুজ মেহের বাড়ীর কলিমুর রহমান থেকে ২০১৬ সালে জায়গা ক্রয় করে। গত মার্চ মাসে উক্ত জায়গায় একটি পাকা গৃহ নির্মাণ কাজ শুরু করে। সেখানে কতিপয় ব্যক্তি চাঁদা দাবী সহ বিভিন্ন সমস্যা সৃষ্টি করে আসছিল। গত রবিবার গভীর রাতে গোলামুর রহমান এর নেতৃত্বে অজ্ঞাতনামা ৭/৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে বেলাল উদ্দীনের নির্মাণাধীন গৃহে হানা দিয়ে বাউন্ডারী ওয়াল ভাংচুর করে এবং পাকা গৃহের ভিতরে থাকা ইট, সিমেন্ট, লোহার রড সহ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা বেলাল উদ্দীনকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ সংক্রান্তে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।