সোমবার ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৭
শিরোনামঃ
Logo সিলেটে মঙ্গলবার (৮ জুলাই) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট Logo ঢাকা ও নারায়ণগঞ্জে আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না Logo ৭৬ তম বর্ষে খুঁটিপূজো শুভ সূচনা হলো , মল্লিক কলোনী সার্বজনীন দূর্গোহৎসব কমিটি । Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে শিশুকে নির্যাতনের অভিযোগ Logo তাজিয়া মিছিল কারবালার শহীদদের স্মরণে দিনটি শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা Logo সারম্বরে পালিত হল, কলকাতার ইসকনের উল্টোরথ ও ভক্তদের উল্লাস। Logo ‘কোথাও কেউ নেই’র মতো কাজ নাটক এখন আর হয় না।-তৌকীর আহমেদ Logo অভিযান চালিয়ে মাদক মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মা ও ছেলেকে গ্রেফতার Logo গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমান অস্ত্রসহ ৪জন গ্রেফতার Logo নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাও হাইওয়ে পুলিশের মধ্যে ঠেলাঠেলি ঘণ্টা পর ঘন্টা অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ রাস্তায়।

চাষাঢ়ায় আওয়ামীলীগ কার্যালয়ে বোমা হামলার ২১ বছরেও বিচার সম্পন্ন হয়নি-বোমাটা আমাকে উদ্দেশ্য করেই ব্লাস্ট করা হয়েছিল,একেএম শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৬, ২০২২, ১:৩৫ পূর্বাহ্ণ
  • ১৮৭ ০৯ বার দেখা হয়েছে

চাষাঢ়ায় আওয়ামীলীগ কার্যালয়ে বোমা হামলার ২১ বছরেও বিচার সম্পন্ন হয়নি-বোমাটা আমাকে উদ্দেশ্য করেই ব্লাস্ট করা হয়েছিল,একেএম শামীম ওসমান

 নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি বেঁচে আছি। কিন্তু বোমাটা আমাকে উদ্দেশ্য করেই ব্লাস্ট করা হয়েছিল।

যাদের চেহারাগুলো এখন মনে পড়ে তারা চলে গেছেন দুনিয়া থেকে। অনেকের অল্প বয়সের বউ ছিল যাদের বিয়ে আমি নিজের হাতে দিয়েছি। ওদের কাছে আমার বলার কিছু নেই। তাই ওদের নিয়ে কোন প্রোগ্রামও করি না। কারন ওদের চোখে চোখ মিলিয়ে তাকাতে পারি না। আমার কাছে অপরাধবোধ হয় যে এতগুলো লোক আমার কারনে মারা গেল। আমি হাতজোর করো মাফ চাই তাদের পরিবারের কাছে। আমি চেষ্টা করেছি। চেষ্টায় ত্রুটি রাখি নি। যদি বিচারটা হত তাহলে অন্তত মনটা শান্তি পেত।

বুক ভরা ব্যাথা আছে, কষ্ট আছে সেই সাথে আশাও আছে। কারণ জাতির পিতার হত্যার বিচারও অনেক বছর আটকে ছিল। কিন্তু সে বিচার হয়েছে এবং বিচার কার্যকরও হয়েছে। যেহেতু জাতির পিতার কন্যা শেখ হাসিনার সরকারের সবকিছু আইন অনুযায়ী চলছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ধরণের অপরাধ যারা করেছে তাদের বিচার হবে। তবে মনের ভেতর একটাই সংশয়, বিচারটা দেখে যেতে পারব তো? কারণ বয়স তো বেড়ে যাচ্ছে।

বুধবার (১৫ জুন) গণমাধ্যম কর্মীদের সাথে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামীলীগ কার্যালয়ে বোমা হামলার ২১ বছরেও বিচার কাজ সম্পন্ন না হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে এসব বলেন তিনি। ২০০১ সালের ১৬ জুন এই বোমা হামলায় ২০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকে, বরণ করেছেন আজীবন পঙ্গুত্বও।

তিনি বলেন, দুঃখের ব্যাপার এটাই যে সর্ষের ভেতর ভূত আছে। কারন মোরসালিন মোত্তাকিন দুই ভাই (বোমা হামলার মামলার আসামি) তারা ভারতের জনপ্রিয় পত্রিকা দ্যা হিন্দুস সহ কয়েকটা জনপ্রিয় পত্রিকায় ইন্টারভিউ দিয়েছিল। তারা দিল্লিতে আরডিএক্স (বোমা) সহ ধরা পড়েছিল। আজ থেকে একুশ বছর আগে আরডিএক্স, তার মানে নিশ্চই বিশাল বড় কোন শক্তি তাদের সাথে ছিল।

আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই কারণ স্বজন হারানোর ব্যাথা তার চেয়ে ভাল কেউ বুঝবে না। বোমা হামলার পর আমি একটা কথাই বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। আমার তখন মাত্র জ্ঞান ফিরেছিল, আমি কানে শুনছিলাম না।

আমি যেহেতু ভিকটিম তাই আমাকে খোঁজ খবর রাখতে হয়েছে। এ প্রোগ্রামটার নাম হচ্ছে হিট এন্ড রান। তারা নারায়ণগঞ্জকে বেইজ করে এখানে থাকে। ওরা সময়মত ঢাকাকে হিট করবে। টার্গেট এখনও শেখ হাসিনা। এর প্রমান ওই মোরসালিন মোত্তাকিন হিন্দুস পত্রিকায় বলেছিল শামীম ওসমান আমাদের প্রাইমারি টার্গেট, শেখ হাসিনা আমাদের পার্মানেন্ট টার্গেট। তারা একুশে আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে এটা প্রমান করেছে।

তিনি বলেন, আমার দাবী থাকবে। ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ। আমরা এত আসামি ভারতকে তুলে দিয়েছি। ভারত থেকে মুরসালিন মোত্তাকিনকে এনে যদি জিজ্ঞসাবাদ করা যায় তাহলে কোন কোন বড় দল ও বড় শক্তি এ ঘটনার সাথে জড়িত ছিল তা বেরিয়ে আসবে। ভবিষ্যতের ঘটনা থামানোর জন্য এটা হওয়া উচিত।

২০০১ সালের ১৬ জুন রাতে শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত ওই কার্যালয়ে বোমা হামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছিলেন সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ আরও অনেকেই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell